মঙ্গলবার, ১৯ জুন, ২০১৮ ০০:০০ টা

কাশ্মীরে পত্রিকা সম্পাদককে গুলি করে হত্যা

প্রতিদিন ডেস্ক

কাশ্মীরে পত্রিকা সম্পাদককে গুলি করে হত্যা

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের একটি পত্রিকা সম্পাদককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গত বৃহস্পতিবার সন্ধ্যার এ ঘটনায় ‘রাইজিং কাশ্মীর’ পত্রিকার সম্পাদক সুজাত বুখারির সঙ্গে তার দুই দেহরক্ষীও নিহত হয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি। হুমকিতে থাকা সুজাতকে ২০০০ সাল থেকে পুলিশি নিরাপত্তা  দেওয়া হচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রী নগরের তুলনামূলক নিরাপদ স্থান হিসেবে পরিচিত প্রেস কলোনিতে নিজের অফিসের বাইরে ইফতারের সময় গাড়িতে থাকা অবস্থায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন সুজাত ও তার দেহরক্ষীরা। শব্দ শুনে অন্য সাংবাদিকরা ছুটে এসে হাসপাতালে পাঠালেও তাদেরকে বাঁচানো যায়নি। হামলার দায় কেউ স্বীকার না করলেও পুলিশের ধারণা, জঙ্গিরাই সুজাতকে হত্যা করেছে। সিসিটিভি ফুটেজ দেখে এরই মধ্যে  মোটরসাইকেল আরোহী তিন সন্দেহভাজন হামলাকারীকে চিহ্নিত করা হয়েছে। সন্দেহভাজনদের সম্বন্ধে তথ্য দিতে সিসিটিভি ফুটেজের ছবি টুইটারে দিয়ে জনসাধারণের সাহায্যও চেয়েছে কাশ্মীর পুলিশ।

জানা গেছে, পত্রিকা অফিস থেকে বেরিয়ে যাওয়ার সময়ই ৫০ বছর বয়সী সুজাত আক্রান্ত হন বলেও জানিয়েছে তারা। সন্ত্রাসীরা সুজাতের বেরিয়ে আসার জন্য অপেক্ষা করছিল। ইফতারের সময় মানুষের ঘরে ফেরার তাড়া থাকায় এই সময়টাই বেছে নিয়েছিল তারা। প্রতিক্রিয়া দেখানোর আগেই  দেহরক্ষীসহ গুলিবিদ্ধ হন সুজাত।

সর্বশেষ খবর