মঙ্গলবার, ১৯ জুন, ২০১৮ ০০:০০ টা

কলম্বিয়ার প্রেসিডেন্ট হলেন ডানপন্থি দুকে

প্রতিদিন ডেস্ক

দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থি গুস্তাভো পেত্রোকে পরাজিত করে লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হয়েছেন ডানপন্থি রাজনীতিক ইভান দুকে। গত রবিবারের নির্বাচনে ৫৪ শতাংশ ভোট পেয়ে দুকে বিজয়ী হয়েছেন। খবর : বিবিসির।

প্রথম দফার নির্বাচনেও সবচেয়ে বেশি ভোট পেয়েছিলেন ৪১ বছর বয়সী দুকে। কোনো প্রার্থীই ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় তার ও পেত্রোকে নিয়ে দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হয়। রাজধানী বোগোতার সাবেক মেয়র ৫৮ বছর বয়সী পেত্রো এ দিন বিকালে পরাজয় মেনে নিয়ে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। জানা গেছে, দুকের সহকর্মী মার্তা লুসিয়া রামিরেজ হতে যাচ্ছেন কলম্বিয়ার প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট। বিজয়ের পর বোগোতায় উত্ফুল্ল সমর্থকদের উদ্দেশে দুকে বলেছেন, নম্রতা ও সম্মানের সঙ্গে কলম্বিয়ার জনগণকে বলতে চাই, দেশকে ঐক্যবদ্ধ করতে আমি আমার সব শক্তি ব্যয় করব।

 কোনো বিভেদ থাকবে না। ঘৃণা দিয়ে শাসন করব না। তিনি বিনিয়োগ বৃদ্ধি, কর কমানো ও সরকারি প্রতিষ্ঠানের ব্যয় সংকোচন করার প্রতিশ্রুতি দিয়েছেন।

সর্বশেষ খবর