মঙ্গলবার, ১৯ জুন, ২০১৮ ০০:০০ টা

ভেনেজুয়েলার নাইট ক্লাবে পদদলিত হয়ে নিহত ১৭

প্রতিদিন ডেস্ক

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের এক নাইটক্লাবে গ্র্যাজুয়েশন পার্টিতে পদদলিত হয়ে ৮ নাবালকসহ কমপক্ষে ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার ভোরে এ ঘটনা ঘটে। সূত্র : সিএনএন। দেশটির জাতীয় টেলিভিশনে স্বরাষ্ট্রমন্ত্রী নেস্টোর রেভেরোল বলেছেন,  ভোরে নাইটক্লাবে পার্টির সময় একটি টিয়ার গ্যাস বিস্ফোরিত হয়। এ সময় বের হতে গিয়ে পদদলিত হয়ে ১৭ জন নিহত হন। সে সময় ওই পার্টিতে কমপক্ষে ৫শ জন উপস্থিত ছিলেন। এ ঘটনায় দুই নাবালকসহ  মোট ৭ জনকে আটক করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ বিস্ফোরণের জন্য আটক ওই দুই নাবালকই দায়ী। স্বরাষ্ট্রমন্ত্রী রেভেরোল আরও বলেন, কোনো অস্ত্র বা  গোলাবারুদ নিয়ে ক্লাবে প্রবেশ বন্ধ করতে ব্যর্থতার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ক্লাব মালিককে গ্রেফতার করেছে।

ভেনেজুয়েলা সরকার এই দুর্ভাগ্যজনক ঘটনায় খুবই দুঃখিত। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে।

সর্বশেষ খবর