মঙ্গলবার, ১৯ জুন, ২০১৮ ০০:০০ টা

আফগানিস্তানে গাড়িবোমা হামলায় নিহত ৪৬

প্রতিদিন ডেস্ক

আফগানিস্তানের নানগারহার শহরে গাড়িবোমা হামলায় অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। ঈদ উপলক্ষে তালেবান বিদ্রোহীদের ঘোষণা করা তিন দিনের যুদ্ধবিরতির মধ্যেই গত শনিবার এ হামলা হয়েছে। সূত্র : রয়টার্স।

জানা গেছে, আফগানিস্তানের সরকারি বাহিনীর সদস্য ও তালেবান সদস্যরা নানগারহারে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে জড়ো হয়েছিলেন। সেখানেই এ হামলা হয়।

খবরে বলা হয়,  নানগারহারের গাজী আমিনুল্লাহ খান শহরের তোরখাম-জালালাবাদ সড়কে এ হামলা চালানো হয়। তবে তালেবান সদস্যরা এ হামলার জন্য দায়ী নয় বলে দাবি করেছে। তাদের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আমাদের সঙ্গে এ হামলার কোনো যোগ  নেই। যে এলাকায় হামলাটি হয়েছে, তা আমাদের যুদ্ধক্ষেত্রের কাছে। আমাদের কিছু সদস্য সেখানে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে গিয়েছিল। আমাদের সদস্যরাও হতাহত হয়েছে।

প্রসঙ্গত, তালেবানরা ছাড়াও আফগানিস্তানে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ও তালেবান সংশ্লিষ্ট হাক্কানি নেটওয়ার্ক সক্রিয় রয়েছে।

সর্বশেষ খবর