মঙ্গলবার, ১৯ জুন, ২০১৮ ০০:০০ টা

আফগানিস্তানে পাকিস্তানি তালেবানপ্রধান মোল্লা ফয়জুল্লাহ নিহত

প্রতিদিন ডেস্ক

আফগানিস্তানে যুক্তরাষ্ট্র-আফগান যৌথ বাহিনীর বিমান হামলায় পাকিস্তানি তালেবানপ্রধান মোল্লা ফজলুল্লাহ নিহত হয়েছেন। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গত শুক্রবার এ খবর জানান। সূত্র : রয়টার্স।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রাদমানিশ বলেন, ‘কুনার প্রদেশের মারাউইরা জেলার সীমান্তবর্তী এলাকায় যৌথ বাহিনীর বিমান হামলায় পাকিস্তানি তালেবান নেতা মোল্লা ফজলুল্লাহ নিহত হয়েছেন বলে আমি নিশ্চিত।’ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ওই হামলা চালানো হয় বলেও জানান তিনি। নেটোর এক কর্মকর্তাও ফজলুল্লাহর নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। এর আগে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে আফগানিস্তানের পূর্বাঞ্চলের পাকিস্তান সীমান্তবর্তী প্রদেশ কুনারে জঙ্গিদের এক জ্যেষ্ঠ নেতার অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানোর কথা বলা হয়েছিল।

উল্লেখ্য, পাকিস্তানে ‘মোস্ট-ওয়ানটেড’ জঙ্গিদের একজন ফজলুল্লাহ। ফজলুল্লাহর নির্দেশেই ২০১৪ সালে পাকিস্তানে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে তালেবান জঙ্গিরা হামলা চালিয়ে ১৩২ শিক্ষার্থীকে হত্যা করে। ২০১২ সালে স্কুলশিক্ষার্থী মালালা ইউসুফজাইয়ের ওপর হামলাও ফজলুল্লাহর নির্দেশেই হয়েছিল।

সর্বশেষ খবর