মঙ্গলবার, ১৯ জুন, ২০১৮ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় নিহত কম্বোডিয়ায় সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী

প্রতিদিন ডেস্ক

কম্বোডিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে দেশটির যুবরাজ ও সাবেক প্রধানমন্ত্রী নরোদম রনঋদ্ধের স্ত্রী ওউক ফাল্লা নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় ৭৪ বছয় বয়সী রনঋদ্ধও গুরুতর আহত হয়েছেন। সূত্র : বিবিসি।

৩৯ বছর বয়সী স্ত্রী ফাল্লাকে নিয়ে সমর্থকদের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে সাবেক প্রধানমন্ত্রীর গাড়িটি দুর্ঘটনায় পড়ে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। রনঋদ্ধকে বহন করা গাড়ির সঙ্গে অন্য একটি ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষ হয়। তাত্ক্ষণিকভাবে যুবরাজ ও তার স্ত্রীকে প্রিয়া সিহানুক প্রদেশের একটি হাসপাতালে নিয়ে গেলে কয়েক ঘণ্টা পর সেখানেই মারা যান।

কম্বোডিয়ার বর্তমান রাজা নরোদম সিহামনির সৎ ভাই যুবরাজ রনঋদ্ধ বর্তমানে ন্যাশনাল ইউনাইটেড ফ্রন্ট ফর এন ইন্ডিপেন্ডেন্ট, নিউট্রাল, পিসফুল অ্যান্ড কো-অপারেটিভ কম্বোডিয়ার (এফইউএনসিআইএনপিইসি) প্রধান। আগামী মাসে হতে যাওয়া সাধারণ নির্বাচনে দলটি অংশ নিচ্ছে। রনঋদ্ধ ১৯৯৩ থেকে চার বছর  দেশের প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন। পরে বর্তমান প্রধানমন্ত্রী হুন সেনের হাতে ক্ষমতাচ্যুত হন। ১৯৯৮ থেকে পরবর্তী ৮ বছর তিনি কম্বোডিয়ার ন্যাশনাল অ্যাসেম্বলিরও প্রেসিডেন্ট ছিলেন। বেশ কয়েকটি দল গঠন ও বিলুপ্তির পর রনঋদ্ধ ২০১৫ সালে আগের দল এফইউএনসিআইএনপিইসিতে ফিরে আসেন।

সর্বশেষ খবর