শুক্রবার, ২২ জুন, ২০১৮ ০০:০০ টা

গাড়ি চালানোর জন্য প্রস্তুত হচ্ছে সৌদি মেয়েরা

গাড়ি চালানোর জন্য প্রস্তুত হচ্ছে সৌদি মেয়েরা

সৌদি আরবে ২৪ জুন থেকে নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। তার জন্য ড্রাইভিং শেখার ধুম পড়েছে সৌদি নারীদের মধ্যে। রাষ্ট্রীয় তেল সংস্থা আরামকো নারীদের ড্রাইভিং শেখানোর ব্যবস্থা নিয়েছে। দাহ্রানে সৌদি আরামকো ড্রাইভিং সেন্টারে ২০০ নারী ড্রাইভিং শিখছেন। এর পাশাপাশি তারা গাড়ির তেল পরীক্ষা করা, চাকা বদলানো এবং সিট বেল্ট ব্যবহারের গুরুত্ব সম্পর্কে প্রশিক্ষণ নিচ্ছেন। সৌদি আরবে নারীদের জন্য গাড়ি চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের গুরুত্ব অপরিসীম। এর আগে গাড়ি চালাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লে তাদের গ্রেফতার, জরিমানাসহ শাস্তি দেওয়া হতো। একা গাড়িতে চড়ার জন্য তাদের পরিবারের পুরুষদের কাছ থেকে অনুমতি নিতে হতো। আমিরা আব্দুলগাদার বলেছেন, ২৪ জুন যখন নিষেধাজ্ঞা উঠে যাবে, তখন তিনি তার মাকে গাড়িতে বসিয়ে ঘুরিয়ে নিয়ে আসবেন। চালকের আসনে বসা মানে নিয়ন্ত্রণ আমার হাতে, আমি কখন কোথায় যাব, কখন কী করব এবং কখন ফিরে আসব, সেই সিদ্ধান্ত আমি নিতে পারব। —বিবিসি

সর্বশেষ খবর