শুক্রবার, ২২ জুন, ২০১৮ ০০:০০ টা

কে হচ্ছেন কাশ্মীরের নতুন গভর্নর?

ভারতের জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রীর দায়িত্ব থেকে মেহবুবা মুফতির পদত্যাগের পর রাজ্যের পরবর্তী শাসক কে হবেন সেটাই এখন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এরইমধ্যে গত নির্বাচনে ২৭টি আসনে বিজয়ী ওমর আবদুল্লাহর দল ন্যাশনাল কনফারেন্স এবং ভারতীয় কংগ্রেস মেহবুবার দলের সঙ্গে কোনো জোটের সম্ভাবনা নাকচ করে দিয়েছে। পরবর্তী গর্ভনর হিসেবে আলোচনায় আসছে সাবেক সেনা কর্মকর্তাসহ বেশ কয়েকজনের নাম। জম্মু-কাশ্মীরের নতুন গভর্নর হিসেবে আলোচনায় রয়েছেন শ্রীনগরভিত্তিক চিনার কোরের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল (অব.) সাঈদ আতা হাসনাইনের নাম। সাধারণ মানুষের সঙ্গে তার সংযোগ স্থাপনের অতীত ইতিহাস রয়েছে।  দৌড়ে রয়েছেন কেন্দ্রীয় সরকারের বিশেষ দূত দীনেশ্বর শর্মা। —নিউজ ১৮।

 

সর্বশেষ খবর