মঙ্গলবার, ৩ জুলাই, ২০১৮ ০০:০০ টা

সত্যিকারের গ্যাংস্টার

সত্যিকারের গ্যাংস্টার

তিনি এক সময় ফ্রান্সের ‘মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল’ ছিলেন। ব্যাংক ডাকাতি থেকে শুরু করে বড় বড় ডাকাতিতে তিনি সিদ্ধহস্ত। ফ্রান্সে টাকার গাড়ি লুটের চেষ্টার দায়ে ২৫ বছরের সাজাও হয়েছে। কিন্তু তাকে জেলে আটকে রাখা যায়নি। জেল থেকে পালিয়েছেন। তবে যেনতেনভাবে পালাননি। হেলিকপ্টারে করে পালিয়েছেন। তার এই ঘটনা সিনেমার স্টাইলকে হার মানিয়েছে। এই গ্যাংস্টারের নাম রেদোয়ান ফাইদ। তিনি আলজেরীয় বংশোদ্ভূত। তিনি ২০১৩ সালে ফরাসি পুলিশের ‘মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল’ ছিলেন। ফ্রান্সভিত্তিক সংবাদমাধ্যম ইউরোপ-ওয়ান জানিয়েছে, ফাইদবন্দী ছিলেন প্যারিস অঞ্চলের ‘রু’ কারাগারে। তার তিন সহযোগী ভারী অস্ত্র নিয়ে রবিবার বেলা ১১টার দিকে ওই কারাগারের ভিতরে নামে। তারপর কোনো রক্তপাত ছাড়াই ফাইদকে নিয়ে হেলিকপ্টারে করে তারা পালিয়ে যায়। পুরো ঘটনায় সময় লাগে মাত্র কয়েক মিনিট। পরে ওই কারাগার থেকে ৬০ কিলোমিটার দূরে পোড়া অবস্থায় হেলিকপ্টারটি খুঁজে পায় পুলিশ। তদন্তকারীদের ধারণা, সেখান থেকে গাড়িতে করে পালিয়েছেন রেদোয়ান ফাইদ আর তার তিন সহযোগী। ইউরোপ-ওয়ানের খবরে বলা হয়, ফাইদকে জেল ভেঙে বের করে আনতে যে হেলিকপ্টারটি ব্যবহার করা হয়েছিল, এক প্রশিক্ষককে আটকে রেখে সেটি ছিনতাই করা হয়। অপারেশন শেষে ওই প্রশিক্ষককে মুক্তিও দেয় তারা। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ৪৬ বছর বয়সী রেদোয়ান ফাইদের জেল পালানোর ঘটনা এটাই প্রথম নয়। ২০১৩ সালে এক কারাগার থেকে আরেক কারাগারে স্থানান্তরের পর আধা ঘণ্টারও কম সময়ের মধ্যে চার গার্ডকে জিম্মি করেন তিনি। এরপর পাঁচটি দরজা উড়িয়ে দিয়ে তিনি বেরিয়ে এলে গাড়ি নিয়ে অপেক্ষায় থাকা এক সহযোগী তাকে নিয়ে চম্পট দেয়। জেল পালানোর ওই ঘটনায় ফাইদের নাম চলে আসে মোস্ট ওয়ান্টেড তালিকার শীর্ষে। দেড় মাসের মাথায় এক হোটেল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এবার তাকে ফের পুলিশ আটক করতে পারবে কিনা তাই দেখার বিষয়!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর