মঙ্গলবার, ৩ জুলাই, ২০১৮ ০০:০০ টা

যুক্তরাষ্ট্র ইরানিদের বিভক্ত করার বৃথা চেষ্টা চালাচ্ছে : খামেনি

যুক্তরাষ্ট্র ইরানিদের বিভক্ত করার বৃথা চেষ্টা চালাচ্ছে : খামেনি

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের শাসকগোষ্ঠী এবং জনগণের মধ্যে বিভেদ সৃষ্টির পরিকল্পনা করেছে। কিন্তু এই কাজে যুক্তরাষ্ট্র বিফল হবে। তিনি বলেন, ইরানিদের মধ্যে বিভক্তি সৃষ্টি করা এবং তাদের শাসনব্যবস্থার বিপক্ষে দাঁড় করাতে অর্থনৈতিক চাপ বাড়ানোর ‘বৃথা চেষ্টা’ চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। শনিবার তেহরানের ইমাম হুসেইন বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে খামেনি একথা বলেন। তিনি বলেন, এর মধ্য দিয়ে তাদের বোকামিই প্রকাশ পেয়েছে। কারণ, তারা জানে না যে, ইসলামী প্রজাতন্ত্রই হচ্ছে ইরানি জাতি এবং এ দুটিকে আলাদা করা কোনোভাবেই সম্ভব নয়।

যুক্তরাষ্ট্র ইরানে ‘ইতিহাসের সবচেয়ে কঠিন’ অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেওয়ার পর খামেনি এ মন্তব্য করলেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গত মে মাসে বলেছিলেন, ইরান তাদের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা পরিত্যাগ করা, ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করা এবং প্রভাব বিস্তারের চেষ্টা বন্ধ করাসহ যুক্তরাষ্ট্রের সব দাবি মেনে না নিলে এ যাবৎকালের সবচেয়ে কঠিন নিষেধাজ্ঞার কবলে পড়বে। এদিকে ইরানের ভাইস প্রেসিডেন্ট ইসাক জাহাঙ্গিরি বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে ইরানের তেল রপ্তানি বন্ধ করতে যুক্তরাষ্ট্র যে প্রচেষ্টা চালাচ্ছে, কিন্তু ইরান তা রুখে দেওয়ার ঘোষণা দিয়েছে। তিনি বলেন, ইরানের তেল রপ্তানি বন্ধে যুক্তরাষ্ট্র যে জোর প্রচেষ্টা চালাচ্ছে, তার বিপরীতে আমরা পদক্ষেপ নেব।

সর্বশেষ খবর