মঙ্গলবার, ৩ জুলাই, ২০১৮ ০০:০০ টা
দিল্লিতে ১১ জনের লাশ উদ্ধার

মৃত্যুর কারণ ‘আধ্যাত্মিক’ রীতি পালন?

ভারতের রাজধানী দিল্লিতে একটি বাসায় একই পরিবারের ১১ জন সদস্যকে মৃত অবস্থায় পাওয়া গেছে। মৃতদের মধ্যে দশজনকেই ঘরের ছাদে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, আর ৭০ এর কোঠায় থাকা এক বৃদ্ধা মৃত অবস্থায় মাটিতে পড়ে ছিলেন। মৃতদের মধ্যে দুজন পুরুষ, ছয়জন নারী এবং দুজন কিশোর বয়সী। মৃতদের অধিকাংশেরই হাত পেছনে বাঁধা ছিল ও মুখ আটকানো ছিল। মৃত্যুর কারণ কী হতে পারে তা এখনো স্পষ্ট নয়। পুলিশ হত্যার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না। তবে পুলিশের একটি বিবৃতিতে তারা বলেছে যে পরিবারের সদস্যরা ‘রহস্যময় রীতিনীতি’ পালন করতেন বলে তাদের কাছে প্রমাণ রয়েছে। মূলত দুটি খাতায় পাওয়া একগুচ্ছ হাতে লেখা নোটের সূত্র ধরে দিল্লির পুলিশ মৃত্যুর কারণ খোঁজার চেষ্টা করছে। ওই নোটগুলোতে এমন কিছু আধ্যাত্মিক ও রহস্যময় বিশ্বাসের কথা বলা আছে, যা থেকে এ ঘটনার উদ্দেশ্য সম্পর্কে একটি আভাস জোরালো হচ্ছে বলে মনে করছে পুলিশ। এনডিটিভির খবরে বলা হয়, পুলিশ প্রথমে ঘটনাটিকে গণআত্মহত্যা বলে মনে করেছিল। কিন্তু লাশগুলো যেভাবে ছিল, তাতে পরে ধারণা হয়, পরিবারের ৭০ বছরের ওই ব্যক্তি দশজনকে হত্যা করে পরে নিজে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন এবং এ এলাকার ক্রোজ সার্কিট ক্যামেরার ভিডিওচিত্র দেখার পর সেখানকার স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। সংবাদ সংস্থা এএফপিকে একজন পুলিশ বলেন মূল ঘটনা এত দ্রুত জানা সম্ভব নয়। দিল্লির বুরারি জেলায় ২০ বছরেরও বেশি সময় ধরে বাস করছিল ওই পরিবারটি। তাদের আদিবাড়ি রাজস্থানে।

সর্বশেষ খবর