মঙ্গলবার, ৩ জুলাই, ২০১৮ ০০:০০ টা

এক বছরের মধ্যেই উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ

------------------- বোল্টন

এক বছরের মধ্যেই উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ সম্ভব বলে দাবি করেছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরামর্শক জন বোল্টন। মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের ‘ফেস দ্য ন্যাশন্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন। সম্প্রতি মার্কিন এক গোয়েন্দা প্রতিবেদনে উত্তর কোরিয়া আরও পরমাণু সমৃদ্ধিকরণ করছে দাবি করার পর এ কথা বললেন বোল্টন। তবে বাস্তবে এক বছরের মধ্যে পূর্ণাঙ্গ নিরস্ত্রীকরণ সম্ভব কিনা, তা নিয়ে সংশয়ে বিশেষজ্ঞরা। তারা বলছেন, নির্ধারিত ওই সময়ের মধ্যে দৃশ্যমান পরমাণু প্রকল্পগুলো ধ্বংস করা গেলেও বাস্তবে পূর্ণাঙ্গ নিরস্ত্রীকরণ সম্ভব নয়। ১২ জুন সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের বৈঠক হয়। সেই বৈঠকে কিম উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু কীভাবে ও কবে এই প্রক্রিয়া শুরু হবে সে সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়নি। এই প্রেক্ষাপটে বোল্টন জানিয়েছেন, উ. কোরিয়া যেন এক বছরের মধ্যে সম্পূর্ণরূপে পরমাণু নিরস্ত্রীকরণে সক্ষম হয় তেমন একটি পরিকল্পনা করেছে ওয়াশিংটন। তিনি বলেন, ‘তারা যদি ইতিমধ্যে এমন কৌশলগত সিদ্ধান্ত নিয়ে থাকে এবং সহযোগিতাপূর্ণ আচরণ করে তবে আমরা খুব তাড়াতাড়িই কাজ করতে পারব। এক বছরের মধ্যেই পরমাণু অস্ত্র ধ্বংসে সক্ষম হব আমরা।’ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এ বিষয়ে উত্তর কোরিয়ার সঙ্গে শিগগিরই আলোচনা করবেন বলেও জানান তিনি। বারাক ওবামা প্রশাসনের পররাষ্ট্র দফতরের প্রধান অস্ত্র নিয়ন্ত্রণ কর্মকর্তার দায়িত্ব পালন করা থমাস কান্ট্রিম্যান বলেন, ‘এক বছরের মধ্যে উত্তর কোরিয়ার দৃশ্যমান পরমাণু নিরস্ত্রীকরণ সম্ভব। তবে স্থায়ীভাবে নিরস্ত্রীকরণ এই সময়ের মধ্যে করা সম্ভব নয়।’

সর্বশেষ খবর