মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮ ০০:০০ টা

সিন্ডিকেট ছাড়া পশ্চিমবঙ্গে কাজ হয় না : মোদি

দীপক দেবনাথ, কলকাতা

পশ্চিমবঙ্গের সিন্ডিকেট রাজ চলছে। সিন্ডিকেটের অনুমতি ছাড়া এই রাজ্যে কোনো কাজই হয় না। এই অভিযোগ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ  মোদি। গতকাল পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার কলেজ মাঠে কৃষক কল্যাণ সমাবেশে এই মন্তব্য করেন। এ সময় তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তার দল তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করেন।  মোদি বলেন ‘পশ্চিমবঙ্গে জগাই-মাধাই উন্নয়ন চলছে। মা-মাটি-মানুষ সরকারের আসল চেহারা সবার সামনে চলে এসেছে। সবাই জানে যে সিন্ডিকেট ছাড়া এখানে কোনো কাজ হয় না। এ রাজ্যে ভোট ব্যাঙ্কের জন্য সিন্ডিকেট রাজ চলছে। কৃষকদের আয়ের অংশও সিন্ডিকেটে চলে যাচ্ছে, কৃষকরা কোথায় সব্জি বিক্রি করবে সেটাও সিন্ডিকেট ঠিক করে। রাজ্যের  যত রকমের অনৈতিক, বেআইনি কাজ-সব কিছুতেই জড়িত এই সিন্ডিকেট।  মোদির অভিযোগ ‘বিগত বাম আমলে রাজ্যের অবস্থা যেখানে ছিল তৃণমূলের সরকার ক্ষমতায় এসে অবস্থার আরও অবনতি ঘটিয়েছে। বাংলায় গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। পঞ্চায়েতে জোর জুলুমের মধ্যে ভোট হয়েছে। এখানে দলিত সন্তানদের হত্যা করা হয়েছে। কিন্তু এটাই বাংলার ভবিষ্যৎ নয়’। আগামী বছরেই দেশটিতে লোকসভার নির্বাচন। বর্তমানে এই রাজ্যের ৪২ জন সাংসদের মধ্যে বিজেপির সাংসদ সংখ্যা মাত্র দুজন। কিন্তু সেই সংখ্যাটাকে ২২’এ নিয়ে যাওয়াই এখন তাদের লক্ষ্য।

সর্বশেষ খবর