বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮ ০০:০০ টা

‘প্রায়শ্চিত্ত’ করলেন ট্রাম্প

‘প্রায়শ্চিত্ত’ করলেন ট্রাম্প

কদিন আগেও খুব উচ্ছ্বাস ছিল। নিজ প্রশাসনের অনেককে তুচ্ছতাচ্ছিল্য ভরে বলতেন তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বসছেন। আর সেখানে কেউ থাকবে না। দুজনে নিভৃতে কথা বলবেন। কথা বলেছেনও। কিন্তু যা বলেছেন তার অনেক কিছুই ভুল। যা নিয়ে তীব্র সমালোচনা। আর তাতে মাথা অবশেষে নুয়ে পড়েছে প্রভাবশালী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বিশেষ করে নিজের রিপাবলিকান দলে তীব্র সমালোচনার ঝড় তাকেও কিছুটা নাড়িয়ে দিয়েছে। ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে শীর্ষ বৈঠকের পর রুশ প্রেসিডেন্ট পুতিনের প্রশংসা ও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর প্রতি অনাস্থা প্রকাশ করেছিলেন ট্রাম্প। তিনি বুঝতেই পারেননি এ মন্তব্যের পর কী অবস্থা হতে পারে। গোটা আমেরিকায় সমালোচনার স্রোত বইতে শুরু করে। নিজ দলের স্পিকার থেকে শুরু করে এমপিরা প্রতিবাদ জানান। কেউ কেউ ইমপিচমেন্টে নেওয়ার কথা বলেন। কেউ বলেন দেশদ্রোহের মামলা হোক। আর এই চাপে পড়েই প্রায়শ্চিত্ত করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বলছেন, আগে যা বলেছেন তা ভুল।

তখন তিনি কী বলেছিলেন : হেলসিংকিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর একজন সাংবাদিক জানতে চান, ‘২০১৬ সালের মার্কিন নির্বাচনে কোনো ধরনের ভূমিকা থাকার অভিযোগ অস্বীকার করেছেন প্রেসিডেন্ট পুতিন। যদিও সব মার্কিন গোয়েন্দা সংস্থা জানতে পেরেছে, রাশিয়ার ভূমিকা ছিল। আপনি কাকে বিশ্বাস করেন?’ তার উত্তরে ট্রাম্প বলেন, ‘আমার লোকজন আমার কাছে এসেছিল, তারা বলেছে, তারা মনে করে রাশিয়ার ভূমিকা ছিল। প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আমার কথা হয়েছে, তিনি বলেছেন, এটা রাশিয়ার কাজ নয়। আমি বলব, আমি এমন কোনো কারণ দেখতে পাই না যে, তারা কেন এটা করবে।’

এখন কী বলছেন : ট্রাম্প বলছেন তিনি পুরো ঘটনার বর্ণনা পর্যালোচনা করে দেখেছেন এবং একটি ব্যাখ্যা দেওয়া দরকার বলে মনে করেন। ‘আমার বক্তব্যে একটি প্রধান বাক্যে আমি বলেছিলাম, তারা (রাশিয়া) কেন এটা করবে? আসলে সেটা হওয়ার কথা, তারা কেন করবে না?’ তিনি বলেন, ‘বাক্যটা হওয়ার কথা এমন, আমি এমন কোনো কারণ দেখতে পাই না, কেন এটা রাশিয়া হবে না?’ তবে বাকি মন্তব্যগুলো শোধরানোার কোনো চেষ্টা তিনি করেননি।

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর প্রতি সম্পূর্ণ আস্থা প্রকাশ করেও তিনি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন? ২০১৮ সালের পার্লামেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ ঠেকাতে সবরকম পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি আশ্বাস দেন। এমন ব্যাখ্যা সত্ত্বেও সমালোচনার ঝড় থেকে নিস্তার পাচ্ছেন না ট্রাম্প। রুশ প্রেসিডেন্টের সামনে তিনি যা বলেছেন, পরে সেই মনোভাবে সামান্য রদবদল করে বরং আরও রোষের শিকার হচ্ছেন তিনি। বিবিসি, ডয়েচে ভেলে

সর্বশেষ খবর