বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮ ০০:০০ টা

রাজ্যসভায় যোগ হলো আরও পাঁচ ভাষা

ভারতের রাজ্যসভা চেয়ারম্যান এম ভেনকায়া নাইডু ঘোষণা দিয়েছেন, এখন থেকে ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ দেশের ২২টি ভাষায় আলোচনা চালাতে পারবে। গতকালই তিনি এ ঘোষণা দেন। আগে ভারতের সংসদে ১৭টি ভাষায় কথা বলা যেত। গতকাল থেকে যোগ হলো আরও পাঁচটি ভাষা। ভাষাগুলো হলো দোগরি, কাশ্মীরি, কনকানি, সান্থালি এবং সিন্ধি। এসব ভাষায় আলোচনা ও কথোপকথন করে যেতে পারবেন উচ্চকক্ষের সদস্যরা। এর আগে রাজ্যসভায় আরও যে ১৭টি ভাষায় কথা বলা যেত তার মধ্যে রয়েছে আসামিজ, বাংলা, গুজরাটি, হিন্দি, কন্নাদা, মালায়লাম, মারাঠি, অরিয়া, পাঞ্জাব, তামিল, তেলেগু, উর্দু ইত্যাদি। তবে সদস্যদের সেক্রেটারিয়েটের অনুবাদককে সংশ্লিষ্ট বিষয়ে নোটিস পাঠাতে হবে। এ ছাড়া প্রথমদিকে নতুন ভাষায় বক্তব্য প্রদানকারীর সঙ্গে তাল মেলাতে সমস্যার সম্মুখীন হতে পারেন অনুবাদকরা।

পাশাপাশি গত ৬৬ বছরের মধ্যে এই প্রথমবারের মতো রাজ্যসভা কোনো বিদেশি জাতির পার্লামেন্টারি ইনস্টিটিউশনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে যার নাম ‘মোউ (এমওইউ) প্যাক্ট’। চলতি মাসের প্রথমদিকে রুয়ান্ডার সিনেটের সঙ্গে এই চুক্তি সম্পন্ন হয়। মোউ-এর মাধ্যমে মূলত ইন্টার-পার্লামেন্টারি ডায়ালগ অনুষ্ঠিত হয়। তাছাড়া এক দেশের পার্লামেন্টের সদস্যদের অন্য পার্লামেন্টে ভিজিটে যাওয়ার ব্যবস্থা করে এই প্যাক্ট। এর আগে কেবল লোকসভাই এ ধরনের ফরেন পার্লামেন্টারি ইনস্টিটিউশন চুক্তিতে আবদ্ধ ছিল। টাইমস অব ইন্ডিয়া

সর্বশেষ খবর