বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১৮ ০০:০০ টা
গ্রিসে দাবানল

২৬ লাশ ছিল আলিঙ্গনাবদ্ধ

গ্রিসের রাজধানী এথেন্সের কাছাকাছি ছোট অবকাশ শহর মাতিতে ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৮০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ২৬টি লাশ ছিল আলিঙ্গনে আবদ্ধ। নিখোঁজ রয়েছেন অনেকে। উদ্ধার কাজ চলছে। ঘটনায় প্রধানমন্ত্রী আলেক্সিস সিপ্রাস তিন দিনের শোক ঘোষণা করেছেন। সূত্র : রয়টার্স। রাজধানী থেকে প্রায় ২৯ কিলোমিটার পূর্বে আতিকা অঞ্চলের মাতি শহরটি গ্রিসের ছুটি কাটানোর জন্য বিশেষ করে অবসরভোগী ও শিশুদের কাছে বেশ জনপ্রিয় অবকাশকেন্দ্র।

গ্রিসের রেডক্রসের প্রধান নিকোস ইকোনোমোপুলস গতকাল বলেন, সৈকত থেকে প্রায় ৩০ মিটার দূরে একটি স্থানে ২৬ জনের আলিঙ্গনাবদ্ধ লাশ পড়ে থাকতে দেখা গেছে। তারা দাবানল থেকে পালানোর চেষ্টা করেছেন কিন্তু শিশুদের নিয়ে সময়মতো পথ খুঁজে পাননি। আর যখন সব শেষ বুঝতে পেরেছেন, তখন তারা সবাই সবাইকে জড়িয়ে ধরেছিলেন। এ অবস্থাতেই লাশগুলো গতকাল পাওয়া যায়। তিনি জানান, উদ্ধারকর্মীরা এখন বাড়িঘরে, গাড়ি ও উপকূলীয় এলাকায় কেউ জীবিত বা মৃত অবস্থায় পড়ে আছে কি না, সেই তল্লাশি চালাচ্ছেন। নিখোঁজ ব্যক্তিদের সুনির্দিষ্ট কোনো সংখ্যা না থাকলেও এরই মধ্যে স্বজনেরা ৩০ জনের সন্ধানে ওয়েবসাইটে ছবি পোস্ট করছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর