শনিবার, ২৮ জুলাই, ২০১৮ ০০:০০ টা

উপসাগরীয় দেশগুলোর সম্মেলন ডাকছেন ট্রাম্প

কাতার ইস্যু

কাতার ইস্যুতে উপসাগরীয় দেশগুলোর রাষ্ট্রনেতাদের নিয়ে ওয়াশিংটনে একটি সম্মেলন ডাকতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতারের ওপর নিষেধাজ্ঞায় নেতৃত্ব দেওয়া উপসাগরীয় চারটি দেশের মধ্যে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত অনড় অবস্থানে থাকলেও এ সম্মেলনের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। এ আশাবাদের কথা জানিয়েছেন ট্রাম্পের উপদেষ্টারা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, নিষেধাজ্ঞায় নেতৃত্ব দেওয়া উপসাগরীয় চার দেশের শীর্ষ ব্যক্তিরা ট্রাম্প প্রশাসনের সম্মেলনের এজেন্ডা নিয়ে সতর্কতা প্রকাশ করলেও ওই সম্মেলনে যোগ দেওয়ার নীতিতে আস্থা রাখছেন। সন্ত্রাসবাদে সহযোগিতার অভিযোগে সৌদি নেতৃত্বে ২০১৭ সালের ৫ জুন সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মিসর, ইয়েমেন, লিবিয়া ও মালদ্বীপ কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। এর ধারাবাহিকতায় মৌরিতানিয়া ও সেনেগালও একই পদক্ষেপ নেয়। সংকট সমাধানে ১৩টি শর্ত দিয়ে আলোচনার আহ্বান জানায় নিষেধাজ্ঞা আরোপকারী দেশগুলো। ইন্টারনেট

সর্বশেষ খবর