শনিবার, ২৮ জুলাই, ২০১৮ ০০:০০ টা

দাবানল এবার জার্মানিতে

তীব্র দাবদাহে সুইডেন ও গ্রিসের পর এবার জার্মানির বনভূমিতে আগুন লেগেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বার্লিনের অদূরে পটসডাম শহরের কাছে ফিস্টাভাল্ডের বনভূমিতে আগুন লাগে।

জার্মানির সেনাবাহিনী ও অগ্নিনির্বাপক বাহিনীর সদস্যরা গতকাল রাতভর ফিস্টাভাল্ডের বনভূমিতে লাগা আগুন নেভাতে কাজ করেন। বনভূমিতে আগুন লাগার পর সংশ্লিষ্ট এলাকার মহাসড়কগুলো বন্ধ করে দেওয়া হয়। আগুন নেভানোর কাজে জার্মানির সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টার ও অগ্নিনির্বাপক ট্যাংক ওই অঞ্চলে গেছে বলে জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। রয়টার্স

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর