শনিবার, ৪ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

নানগাগোয়াই জিম্বাবুয়ের প্রেসিডেন্ট

নানগাগোয়াই জিম্বাবুয়ের প্রেসিডেন্ট

গত বছরের নভেম্বরে প্রেসিডেন্ট হিসেবে রবার্ট মুগাবে উত্খাত হওয়ার পর জিম্বাবুয়ের প্রেসিডেন্ট হন এমারসন নানগাগোয়া। এরপর গত সোমবার দেশটির প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। এতে ৫০ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে জানু-পিএফ পার্টির নানগাগোয়া জয়ী হয়েছেন। বিরোধী দলের নেতা নেলসন চামিসা পেয়েছেন ৪৪ দশমিক ৩ শতাংশ ভোট। ৫০ শতাংশের বেশি ভোট পাওয়ায় এমনানগাওয়া দ্বিতীয় দফার ভোট এড়াতে পারলেন বলে জানিয়েছে বিবিসি। ফল ঘোষণার পর নির্বাচন কমিশনের মঞ্চে বিরোধী প্রতিনিধিরা প্রতিবাদ জানাতে থাকলে পরে পুলিশ এসে তাদের সরিয়ে নেয়। বিরোধীদলীয় এমডিসি জোটের চেয়ারম্যান এ ফল প্রত্যাখ্যান করে বলেছেন, নির্বাচন কমিশনের দেওয়া ফল যাচাই করা সম্ভব হয়নি। ফল ঘোষণার পর সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন এমনানগাওয়া। টুইটারে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি এ রায়কে ‘নতুন শুরু’ হিসেবেও চিহ্নিত করেছেন। ফল ঘোষণার আগ পর্যন্তও বিরোধীদলীয় নেতা চামিসা নিজেকে বিজয়ী বলে দাবি করে আসছিলেন। ক্ষমতাসীন জানু-পিএফ পার্টি ‘ফল বদলে দেওয়ার’ চেষ্টা করছে বলে ফল ঘোষণার আগেও অভিযোগ করেছিলেন তিনি। এদিকে ফলে ‘কোনো ধরনের চাতুরি’ হয়নি বলে দাবি করেছে জিম্বাবুয়ের নির্বাচন কমিশন (জেডইসি)। সোমবারের সাধারণ নির্বাচনে প্রেসিডেন্ট পদে ছাড়াও পার্লামেন্টের সদস্য ও স্থানীয় সরকারের কর্মকর্তা ঠিক করতে ভোট দিয়েছে জিম্বাবুয়ের নাগরিকরা। মুগাবে পরবর্তী এ নির্বাচনে ভোট দিতে নিবন্ধন করেছিলেন ৫০ লাখেরও বেশি ভোটার। ভোটের হারও ছিল কয়েক দশকের মধ্যে সবচেয়ে বেশি, ৭০ শতাংশের ওপরে। বুধবার আংশিক ফল প্রকাশ করা হয়। এতে দেখা যায়, বেশির ভাগ আসনে জয়ী ক্ষমতাসীন রাজনৈতিক দল জানু-পিএফ। ১১০টি আসনে শাসক দল জানু-পিএফ ও ৪১টিতে এমডিসি জোট জয় পায়। জিম্বাবুয়ের পার্লামেন্টের নিম্নকক্ষে মোট ২১০টি আসন রয়েছে। প্রেসিডেন্ট নির্বাচিত হতে মোট ভোটের ৫০ শতাংশের বেশি পেতে হয়। বুধবার নির্বাচনের ফলাফল প্রকাশ করার কথা ছিল। বিরোধী দলের দাবি, চামিসা জয় পাওয়ায় কমিশন ফল প্রকাশে দেরি করে। গত নভেম্বরে সামরিক বাহিনীর চাপে ক্ষমতা ছাড়তে বাধ্য হন জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। ৯৪ বছর বয়স্ক মুগাবে প্রায় ৩৭ বছর দেশটির রাষ্ট্রক্ষমতায় ছিলেন। নানগাগোয়া একসময় রবার্ট মুগাবের মিত্র ছিলেন। তবে এখন তারা পরস্পরের চরম শত্রু। ভোট কারচুপির অভিযোগে রাজধানী হারারেতে বুধবার বিরোধী দলের বিক্ষোভে জিম্বাবুয়ের পুলিশের গুলিতে ছয়জন নিহত হন। নিহত ব্যক্তিরা সরকারবিরোধী মিছিলে অংশ নিয়েছিলেন বলে জানায় স্থানীয় পুলিশ। পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন বেশ কজন। সহিংসতার ঘটনায় গতকাল হারারে ভুতুড়ে নগরে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে সেনা মোতায়েন করা হয়েছে। বিবিসি, এএফপি

 

সর্বশেষ খবর