শনিবার, ৪ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাব

বিশ্বে ছড়িয়ে পড়ার আশঙ্কা

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে ভয়ঙ্কর ইবোলা ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। আর এই প্রাদুর্ভাব অন্যান্য দেশেও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। নতুন করে যেসব এলাকায় ভাইরাসটির অস্তিত্ব পাওয়া গেছে, সেগুলো উগান্ডা ও রুয়ান্ডা সীমানার কাছাকাছি হওয়ায় কঙ্গোর বাইরেও হাজার হাজার কিলোমিটার এলাকায় ইবোলা বিস্তৃত হতে পারে জানিয়ে বৃহস্পতিবার ডব্লিউএইচও-র কর্মকর্তারা এ বিষয়ে সতর্ক হতে দেশগুলোকে পরামর্শও দিয়েছেন। ১৯৭৬ সালে কঙ্গোর উত্তরাঞ্চলীয় ইবোলা নদীর কাছে এই ভাইরাসটি প্রথম শনাক্ত হয়। তারপর থেকে এ নিয়ে দশম বারের মতো দেশটিতে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ঘটল। ধারণা করা হয়, বাদুড়ের মাধ্যমে দূর-দূরান্তের এলাকায় ইবোলা ভাইরাসটি ছড়িয়ে পড়ে। কঙ্গোতে এটি বাজারে বিক্রি হওয়া বন্য জন্তুর মাংসের মাধ্যমেও ছড়াতে পারে বলে সন্দেহ বিশেষজ্ঞদের। মানবদেহে ভাইরাসটির উপস্থিতি তীব্র জ্বর, বমি ও ডায়রিয়ার সৃষ্টি করে। যা একসময় মৃত্যু ঘটায়। মানবদেহ থেকে নির্গত তরলের মাধ্যমেও পরে ইবোলা অন্য শরীরে ছড়িয়ে পড়তে পারে। কেবল ২০১৩ থেকে ২০১৬ পর্যন্ত সিয়েরা লিওন, লাইবেরিয়া ও গিনিতে ইবোলার সংক্রমণে অন্তত ১১ হাজার ব্যক্তির মৃত্যু হয়েছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি প্রতিক্রিয়া বিভাগের প্রধান পিটার সালামা বলেন, ‘কঙ্গো সীমানার কাছাকাছি হওয়ায় অঞ্চলের অন্যান্য দেশ বিশেষ করে উগান্ডার জন্যও এটি তুলনামূলক বেশি ঝুঁকিপূর্ণ।’ এএফপি

সর্বশেষ খবর