বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

চীন ও রাশিয়ার প্রত্যাখ্যান

ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা মেনে চলতে অস্বীকৃতি জানিয়েছে চীন এবং রাশিয়া। একই সঙ্গে তেহরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত রাখার ব্যাপারে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে দেশ দুটি। গত সোমবার মার্কিন প্রশাসন ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্য দেশকে ইরানের সঙ্গে ব্যবসা না করার হুমকি দেন। এরপর চীন ও রাশিয়ার পক্ষ থেকে এ প্রতিক্রিয়া এল।  দেশ দুটো বলছে, তেহরানের ওপর একতরফা নিষেধাজ্ঞা দেওয়ার মাধ্যমে আমেরিকা জাতিসংঘের ২২৩১ নম্বর প্রস্তাব লঙ্ঘন করেছে এবং এ পদক্ষেপ আন্তর্জাতিক আইনবিরোধী।

সর্বশেষ খবর