বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

ভূমিকম্পে ইন্দোনেশিয়ার ৭০ হাজার মানুষ গৃহহারা

সম্প্রতি ইন্দোনেশিয়ায় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে বসতবাড়ি হারিয়েছে ৭০ হাজারেরও বেশি মানুষ। এসব মানুষ খাদ্য, চিকিৎসা ও সুপেয় পানির অভাবে ভুগছে। কর্তৃপক্ষ তাদের জন্য অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করলেও প্রয়োজনের তুলনায় তা নিতান্তই কম। রবিবার ইন্দোনেশিয়ার লম্বক ও গিলি দ্বীপে ৬.৯ মাত্রার ওই ভূমিকম্পে শতাধিক মানুষ নিহত হয়। আহত হয় আরও ২৩৬ জন। গিলি দ্বীপ পর্যটকদের জন্য পছন্দের একটি জায়গা। কিন্তু সেখানের অবস্থা ভয়াবহ। এখানকার বেশিরভাগ স্থাপনা ভেঙে পড়েছে।

সর্বশেষ খবর