শিরোনাম
বুধবার, ১৫ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

মোদির বিয়ের ঘটকালিতে ট্রাম্প

মোদির বিয়ের ঘটকালিতে ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে বিশেষণের শেষ নেই। বরাবরই তার অদ্ভুত কর্মকাণ্ডের জন্য গণমাধ্যমের শিরোনামে পরিণত হন। সেই ট্রাম্প নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন। আর সেটা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘটকালি করতে চেয়েছেন। তবে ঘটনাটি পুরনো। নতুন করে মার্কিন মিডিয়া আউটলেট পলিটিকো বিষয়টি জানিয়েছে। গত বছর নরেন্দ্র মোদি যখন যুক্তরাষ্ট্র সফরে যাবেন, তার আগ পর্যন্ত ট্রাম্প জানতেন মোদি অবিবাহিত। এই তথ্য জানার পর ট্রাম্প তখন মজা করেই বলেন, ‘আমি ভালো ঘটক, আমার মনে হয়, তাঁকে কারও সঙ্গে বিয়ে দেবার জন্য আমি উপযুক্ত।’ তবে বাস্তবতা হলো তিনি বিবাহিত। ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে মনোনয়নপত্র জমা দেবার সময় মোদি নিজেই লিখেছিলেন তাঁর স্ত্রী আছে। তাঁর সহধর্মিণীর নাম যশোদাবেন, যিনি গুজরাটের একটি স্কুলে শিক্ষকতা করতেন।

আউটলেট পলিটিকো ট্রাম্পের দায়িত্ব জ্ঞান ও অন্যকে তুচ্ছ-তাচ্ছিল্য করার বিষয়গুলোও তুলে ধরেছে। যেমন ট্রাম্প নেপাল রাষ্ট্রটিকে ‘নিপল’ আর ভুটানকে ‘বাটন’ নামে ডেকেছেন। মিডিয়া আউটলেট পলিটিকো আরও জানায়, ট্রাম্পের সময়জ্ঞান নেই বললেই চলে। যখন-তখন বিশ্বনেতাদের    কল করে বসেন। মার্কিন মুলুকে যখন দিন, অনেক দেশেই তখন রাত। দেখা যায়, মধ্যরাতে কোনো নেতাকে ফোনকল করে গল্প করতে বসে যান। বিশেষজ্ঞরা মনে করেন, ট্রাম্প কূটনৈতিক জ্ঞান আর পুরনো প্রটোকলের কোনো ধার ধারেন না। এনডিটিভি

সর্বশেষ খবর