মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১৮ ০০:০০ টা
অন্য খবর

জার্মানিতে ২য় বিশ্বযুদ্ধের ৫০০ কেজির বোমা

জার্মানির লুডভিগশাফেন শহরে পাওয়া গেছে একটি ৫০০ কেজি ওজনের বোমা। ধারণা করা হচ্ছে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বোমা। এরপর বোমাটি নিষ্ক্রিয় করতে শহরের প্রায় সব বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। বোমাটি পাওয়ার পর ঘটনাস্থলের আশপাশের এলাকার ১৮ হাজার ৫০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয় বলে একটি আন্তর্জাতিক বার্তা সংস্থার বরাতে জানিয়েছে এনডিটিভি। যুদ্ধের সময় মার্কিন বাহিনী বিমান থেকে ৫০০ কিলোগ্রামের এই বোমাটি ফেলেছিল বলে ধারণা করা হচ্ছে। কিন্তু সেটি বিস্ফোরিত হয়নি। গত সপ্তাহে নির্মাণ কাজ চলার সময় বোমাটির খোঁজ পাওয়া যায়। রবিবার জার্মানির বোমা নিষ্ক্রিয়কারী দল বোমাটি নিষ্ক্রিয় করে। শহরটির কর্তৃপক্ষ পূর্ব সতর্কতা হিসেবে বোমা যেখানে ছিল তার আশপাশের এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থাকা সব বাড়ির বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয়।

সর্বশেষ খবর