বুধবার, ৩ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

পশ্চিমবঙ্গের নাগেরবাজারে বোমা বিস্ফোরণে শিশুর মৃত্যু

কলকাতা প্রতিনিধি

পশ্চিমবঙ্গের কলকাতা বিমানবন্দরের কাছে দমদম নাগেরবাজারে বোমা বিস্ফোরণে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আরও ৯ জন। গতকাল সকালের দিকে নাগেরবাজারের কাজিপাড়া এলাকায় এই বিস্ফোরণটি ঘটে। পুলিশ জানায়, এদিন সকাল সাড়ে নয়টা নাগাদ বিস্ফোরণে কেঁপে ওঠে কাজিপাড়া এলাকা। সেখানে একটি বহুতল ভবনের নিচের তলায় একটি ফলের দোকানের কাছে এই বিস্ফোরণটি ঘটে। ওই ভবনটিতেই আবার রয়েছে দক্ষিণ দমদম পৌরসভার চেয়ারম্যান ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের নেতা পাঁচু রায়ের দলীয় কার্যালয়। স্থানীয়রা বলছেন একটি ব্যাগের মধ্যে ওই বিস্ফোরক রাখা ছিল। তা থেকেই ওই বিস্ফোরণ। যদিও পুলিশের তরফে বলা হয়েছে সকেট বোমা ফেটে বিস্ফোরণ ঘটেছে। ঘটনার পর সেখানে যায় ব্যারাকপুর পুলিশ কমিশনার রাজেশ সিংসহ শীর্ষ পুলিশ কর্মকর্তারা, বোম্ব স্কোয়াড ও ফরেনসিক টিমের সদস্যরা।

ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের  ডেপুটি কমিশনার আনন্দ রায় জানান ‘বিস্ফোরণে গুরুতর আহত একটি শিশু হাসপাতালে মারা গেছে। এখনো ৯ জন আহত রয়েছে।’

সর্বশেষ খবর