শিরোনাম
মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা
ব্রাজিলের নির্বাচন

ডানপন্থি বোলসোনারো প্রথম পর্বে জিতে গেলেন

ডানপন্থি বোলসোনারো প্রথম পর্বে জিতে গেলেন

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্বে কট্টর ডানপন্থি প্রার্থী জাইর বোলসোনারো জয়ী হয়েছেন। রবিবার অনুষ্ঠিত নির্বাচনের প্রথম পর্বের ভোটে  বোলসোনারো ৪৬ শতাংশ ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বামপন্থি প্রার্থী ফের্নান্দো হাদাজ ২৯ শতাংশ ভোট পেয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচনে জিততে প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট পেতে হয়। ফলে ২৮ অক্টোবর দ্বিতীয় দফার নির্বাচনে বোলসোনারো আবার লড়তে হবে। দ্বিতীয় দফার নির্বাচনে দুই মেরুর দুই প্রার্থীর মধ্যে থেকে একজনকে বেছে নিতে হবে ব্রাজিলবাসীকে। ধারণা করা হচ্ছে ওই নির্বাচনেও বোলসোনারো জয়ী হবেন। জাতিবিদ্বেষী এবং সমকামিতার বিরুদ্ধে বক্তব্য দিয়ে নির্বাচনী প্রচারে চমক সৃষ্টি করেন বোলসোনারো। এসব মন্তব্য করে অবশ্য প্রবল সমালোচনার মুখেও পড়েন। তার বিদ্বেষপূর্ণ নানা মন্তব্যের বিরুদ্ধে ব্রাজিলজুড়ে বড় বড় বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। তবে সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে তার প্রতি মানুষের সমর্থন অটুট থাকে। ব্রাজিলের অনেকেরই ধারণা, সন্ত্রাসের কারণে তারা নিজগৃহে বন্দী জীবন যাপন করছেন। প্রথম দফা নির্বাচনের ফলাফলের পর বোলসোনারো বলেছেন, তার বিশ্বাস ছিল তিনি প্রথম পর্বেই সরাসরি বিজয়ী হতেন। তার অভিযোগ ইলেকট্রনিক ভোটিং পদ্ধতিতে ‘সমস্যা’ কারণে তাকে আরও অপেক্ষা করতে হচ্ছে। তিনি বলেন, ‘আমি নিশ্চিত এটা (ইভিএম) যদি না হতো, প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের নাম আজ রাতেই জেনে যেতাম আমরা।’ তবে কী ‘সমস্যা’ হয়েছিল বলে মনে করছেন, সেটি সুনির্দিষ্টভাবে উল্লেখ করেননি তিনি। ব্রাজিলের নির্বাচনী কর্তৃপক্ষ বলেছে, বড় ধরনের কোনো সমস্যা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। রবিবারের ভোটের আগে নির্বাচনী প্রচারে বোলসোনারো বলেন, তিনি কঠোর হাতে সন্ত্রাস দমন করবেন। দোষী ব্যক্তিদের কঠিন শাস্তি দেবেন। তিনি বন্দুকের লাইসেন্স দেওয়ার আইন শিথিল করার পক্ষে। অপরাধীদের কাছ থেকে স্বীকারোক্তি আদায়ের ক্ষেত্রে শারীরিক নিপীড়নের পক্ষে তিনি। মৃত্যুদণ্ড বহাল রাখারও পক্ষে অবস্থান তার। তবে বামপন্থি নেতা ফের্নান্দো হাদাজও নির্বাচনে বিজয়ী হওয়ার আশা ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ‘আমি সহিংসতায় বিশ্বাসী নই।’ দ্বিতীয় দফার নির্বাচনে জয়ী হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। বিবিসি

 

 

 

সর্বশেষ খবর