শিরোনাম
মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

দুর্নীতির সংবাদ করায় সাংবাদিক হত্যা

সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের তহবিল নিয়ে বুলগেরিয়ার বড় বড় ব্যবসায়ী এবং রাজনীতিবিদদের  দুর্নীতিতে জড়ানোর বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন করেছিলেন ভিক্টোরিয়া মারিনোভা। কিন্তু সংবাদটি তার জন্য কাল হলো। তাকে ধর্ষণের পর খুন করা হয়েছে। এ ঘটনায় বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, তাঁর আশা, হত্যাকারী শিগগিরই ধরা পড়বে। ৩০ বছর বয়সী ভিক্টোরিয়া মারিনোভা বুলগেরিয়ার উত্তরাঞ্চলের রুসে শহরকেন্দ্রিক টেলিভিশন চ্যানেল টিভিএন-এ কাজ করতেন। সম্প্রতি বুলগেরিয়ার কয়েকজন সাংবাদিক ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত অবকাঠামো উন্নয়নের কাজে দুর্নীতি সংক্রান্ত একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। ভিক্টোরিয়া মারিনোভা ছিলেন সেই প্রতিবেদনের অন্যতম প্রতিবেদক। শনিবার একটি পার্কে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। মাথায় আঘাত এবং শ্বাসরোধ করে হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। বুলগেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী স্লাদেন মারিনভ জানান, হত্যাকাণ্ডের সঙ্গে ভিক্টোরিয়ার কাজের কোনো সম্পর্ক আছে কিনা সে সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে প্রধানমন্ত্রী বয়কো বরিসভ সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমি নিশ্চিত, হত্যাকাণ্ডের তদন্ত শিগগিরেই সম্পন্ন হবে। রুসে শহরে সেরা অপরাধ বিশেষজ্ঞদের পাঠানো হয়েছে। ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থা (ওএসসিই)-র মুক্ত সাংবাদিকতা বিষয়ক প্রতিনিধি আরলেম দেসির টুইটারে ভিক্টোরিয়া মারিনোভা হত্যার নিন্দা করেছেন। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স জরুরিভিত্তিতে এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেছে। রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের এ বছর মুক্ত সাংবাদিকতার সূচকে ১৮০টি দেশের মধ্যে বুলগেরিয়ার অবস্থান ১১১তম। গত এক বছরের মধ্যে ইউরোপীয় ইউনিয়নে খুন হওয়া তৃতীয় সাংবাদিক ভিক্টোরিয়া মারিনোভা। ডয়েচে ভেলে

সর্বশেষ খবর