শিরোনাম
মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা
অ ন্য খ ব র

নোবেল পদক বিক্রি

১৯৮৮ সালে মুওন নিউট্রিনো নামে সাবঅ্যাটমিক পার্টিকল আবিষ্কারের স্বীকৃতি হিসেবে পদার্থবিজ্ঞানে নোবেল জিতেছিলেন শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিও লিডারম্যান। সে সময় তার সঙ্গে আরও দুই বিজ্ঞানী পুরস্কারটি জিতেন। তবে অধ্যাপক লিডারম্যান ২০১৫ সালে চিকিৎসার জন্য নোবেল পদক নিলামের মাধ্যমে বিক্রি করেন। বিক্রি বাবদ তিনি ৭ লাখ ৬৫ হাজার ডলার পান। বুধবার ৯৬ বছর বয়সে এই বিজ্ঞানী মারা গেছেন। তার স্ত্রী এলেন কার জানান, ২০১১ সালে লিডারম্যানের স্মৃতিশক্তি লোপ পেতে থাকে। এ জন্য তাকে হাসপাতালে কেবিন ভাড়া করতে হয়। ওই কেবিনের প্রতি মাসে খরচ প্রায় ৭ হাজার ৬৯৮ ডলার। এই অর্থ জোগাড় করতেই তিনি নোবেল পুরস্কার বিক্রি করেন। এই বিজ্ঞানী হিগস বোসন পার্টিকল আবিষ্কারের জন্য বিখ্যাত। তিনিই একে ‘গড পার্টিকল’ হিসেবে আখ্যা দেন। ইনডিপেনডেন্ট

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর