শিরোনাম
মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

উত্তর কোরিয়ার সম্মতি

আন্তর্জাতিক পরিদর্শকদের উত্তর কোরিয়ার ধ্বংসকৃত পারমাণবিক পরীক্ষার সাইট পরিদর্শন করতে দিতে দেশটির নেতা রাজি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। কিম জং উনের সঙ্গে বৈঠকের পর গতকাল তিনি একথা জানান। তিনি বলেন, পারমাণবিক নিরস্ত্রীকরণ প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, যত দ্রুত সম্ভব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করেছেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। পম্পেও বলেন, তিনি কিম জংয়ের সঙ্গে একমত হয়েছেন যে খুব শিগগিরই যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া সম্মেলন হওয়া উচিত। যদিও এখনো নির্দিষ্ট করে কোনো সময় নির্ধারণ করা হয়নি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে সম্মেলনের তারিখ ও স্থান নিয়ে আলোচনা করেছেন নেতারা। এএফপি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর