শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

আবার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৩

আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া। এবার জাভায় ৬ মাত্রার ভূমিকম্পে তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল এ ভূমিকম্প জাভার পাশাপাশি বালি দ্বীপেরও বেশ কয়েকটি ভবনকে ধ্বংসস্তূপে পরিণত করেছে বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের। আতঙ্কে দ্বীপ দুটির অসংখ্য বাসিন্দাকে বাড়িঘর ছেড়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে দেখা গেছে। জাভার সুমবেরানায়ারের ৪০ কিলোমিটার উত্তরপূর্বে ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। পর্যটকধন্য দ্বীপটিতে এমন এক সময়ে এ শক্তিশালী ভূমিকম্প আঘাত হানল, যখন সেখানে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বার্ষিক সম্মেলন চলছিল। সম্মেলনে অংশ নিতে বিভিন্ন দেশের ১৯ হাজারেরও বেশি প্রতিনিধি, মন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের প্রধানরাসহ বিভিন্ন দেশের শীর্ষ কর্মকর্তারা এখন বালিতেই অবস্থান করছেন। গত মাসে ৭ দশমিক ৫ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর সুনামিতে দুই হাজারেরও বেশি মানুষ নিহত হয়। এএফপি

সর্বশেষ খবর