বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

রিয়াদে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

জামাল খাসোগির বিষয়ে কথা বলতে রিয়াদে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। গতকাল সকালে সৌদি আরব পৌঁছেই বাদশাহ সালমানের সঙ্গে দেখা করতে যান পম্পেও। সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আত-জুবেইর তাকে স্বাগত জানান। তবে গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি তারা। বাদশাহ সালমানের সঙ্গে এ ইস্যুতে সরাসরি কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই তড়িঘড়ি রিয়াদে যান পম্পেও।

এদিকে, কোনো ধরনের প্রমাণ বা তথ্য ছাড়াই খাসোগি হত্যায় ‘দুর্বৃত্ত’ জড়িত বলে মন্তব্য করেছেন ট্রাম্প। এই ইস্যুতে একপ্রকার কোণঠাসা হয়ে পড়া মিত্ররাষ্ট্র সৌদি আরবকে একপ্রকার পালাবার পথ বের করে দিতেই ট্রাম্পের এ মন্তব্য কিনা, এ প্রশ্ন উঠেছে।

রাতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে পম্পেওর। এই যুবরাজের সমালোচনায় বেশ কঠোর ছিলেন সাংবাদিক খাসোগি।  ওয়াশিংটন পোস্টে তাকে নিয়ে একাধিক লেখাও প্রকাশ করেছেন খাসোগি। সালমান যুবরাজ হওয়ার পর সৌদি আরব থেকে পালিয়ে যুক্তরাষ্ট্রে স্বেচ্ছানির্বাসনে যান খাসোগি।

সর্বশেষ খবর