বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

সৌদি কনস্যুলেটের কিছু বস্তুতে রং করা হয়েছে : এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগান বলেছেন, ইস্তাম্বুলে সৌদি আরবের কনস্যুলেট ভবনের কিছু বস্তুতে রং করা হয়েছে। গতকাল প্রথমবারের মতো তুরস্কের তদন্তকারী দল কনস্যুলেট ভবনে তল্লাশির পর এরদোগান এই মন্তব্য করেছেন। এই ভবন থেকেই দুই সপ্তাহ আগে সৌদি আরবের নির্বাসিত সাংবাদিক জামাল খাসোগি নিখোঁজ হন। রয়টার্স জানায়, গতকাল তুরস্কের পুলিশ প্রথমবারের মতো ভবনটিতে প্রবেশ করে। তারা ৯ ঘণ্টা ধরে ভবনটিতে অনুসন্ধান ও তল্লাশি চালায়। তল্লাশির ঘটনায় আঙ্কারায় এরদোগান সাংবাদিকদের জানান, মিশনে তারা বিষাক্ত বস্তুর সন্ধান করছেন। তিনি বলেন, আমি আশা করি যত দ্রুত সম্ভব আমরা আপনাদের গ্রহণযোগ্য উপসংহার দিতে পারব। কারণ তদন্তে অনেক বিষয়ের প্রতি খেয়াল রাখা হচ্ছে। যেমন- বিষাক্ত বস্তু এবং রং লাগিয়ে যেসব বস্তু আড়াল করা হয়েছে। তুর্কি কর্মকর্তারা বলেছেন, তাদের কাছে একটি অডিও রেকর্ড রয়েছে যাতে ইঙ্গিত পাওয়া গেছে খাসোগিকে কনস্যুলেট ভবনের ভিতরে হত্যা করা হয়েছে।

তারা এই প্রমাণ সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের কাছেও পাঠিয়েছেন। তুরস্কের একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, তদন্তকারীরা তদন্তের ব্যাপ্তি বাড়াতে যাচ্ছেন। গতকাল পুলিশ সৌদি কনসালের বাসভবনে তল্লাশি চালিয়েছে। এর আগে তুরস্কের টেলিভিশন চ্যানেলগুলো একটি ভিডিও সম্প্রচার করেছে যাতে দেখা গেছে, খাসোগি কনস্যুলেট ভবনে প্রবেশের দুই ঘণ্টা পর একটি বড় গাড়ি ভবন থেকে বের হচ্ছে। পরে তা কনসালের বাসভবনে পার্কিং করা রয়েছে। ধারণা করা হচ্ছে তাতে খাসোগির মরদেহ টুকরো টুকরো করে ওই গাড়িতে বাইরে নেওয়া হয়। সৌদি আরব অবশ্য বলছে, খাসোগি কনস্যুলেট ভবন থেকে বের হয়ে গেছেন। তবে তুরস্কের পক্ষ থেকে এর প্রমাণ চাওয়া হলে তা সরবরাহে ব্যর্থ হয়েছে রিয়াদ। তুরস্কের দাবি, তাদের তদন্তকারীদের হাতে নিশ্চিত প্রমাণ রয়েছে কনস্যুলেট ভবনের ভিতরে খাসোগিকে হত্যা করা হয়েছে। গত সপ্তাহে তুরস্কে আসা ১৫ সদস্যের একটি সৌদি দল এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ আঙ্কারার।

সর্বশেষ খবর