শনিবার, ২০ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

কান্দাহারে গভর্নর ও পুলিশপ্রধান নিহত

আজ আফগানিস্তানে ভোট

আফগানিস্তানে আজ পার্লামেন্ট নির্বাচন। কিন্তু তার আগে গতকাল কান্দাহার প্রদেশে দেহরক্ষীর গুলিতে প্রাদেশিক গভর্নর যালমাই ওয়েসা ও পুলিশ প্রধান জেনারেল আবদুর রাজিক নিহত ও দুই মার্কিন সেনাসহ বেশ কয়েক জন আহত হয়েছেন। তালেবান গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে। রাজিক কান্দাহারে তালেবানের আতঙ্ক হিসেবে খ্যাতি পেয়েছিলেন। কান্দাহারের প্রাদেশিক কাউন্সিলের প্রধান জান খাকরেযওয়াল বলেছেন, নির্বাচনকে সামনে রেখে প্রদেশের পদস্থ কর্মকর্তারা নিরাপত্তা বিষয়ক একটি বৈঠকে বসেছিলেন। সেখানে ন্যাটো ও মার্কিন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বৈঠক শেষ হওয়ার পরপরই গভর্নরের দেহরক্ষী গুলি শুরু করেন। এতে পুলিশ প্রধান, গর্ভনর এবং প্রাদেশিক গোয়েন্দা প্রধান নিহত হন। তবে মার্কিন জেনারেল স্কট মিলার অক্ষত আছেন। তিনি অল্পের জন্য বেঁচে গেছেন।  দেশটিতে আজ সকাল থেকে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তালেবান এই নির্বাচন বয়কট করছে। ঘটনার পর পর প্রদেশটিতে পার্লামেন্ট নির্বাচন এক সপ্তাহ পিছিয়ে দিয়েছে সরকার। ভোটের আগে এ হামলায় রাজিকের মৃত্যুতে কার্যত নিরাপত্তাহীন হয়ে পড়েছে কান্দাহার। প্রদেশে ভোট পিছানো হচ্ছে বলে জানিয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির মুখপাত্র। তবে অন্য সব জায়গায় আজই নির্বাচন অনুষ্ঠানের আশা করা হচ্ছে। নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। শুধু ভোটের দিনটির জন্যই ৫০ হাজার নিরাপত্তা কর্মকর্তা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

সর্বশেষ খবর