শিরোনাম
রবিবার, ২১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

কৃত্রিম চাঁদ বানাচ্ছে চীন

কৃত্রিম চাঁদ বানাচ্ছে চীন

বিজ্ঞানের কল্যাণে প্রকৃতিকে বশ করে অনেক দূর এগিয়েছে মানুষ। যদিও প্রকৃতির প্রয়োজনীয়তা ফুরাবে না কোনো দিন। কিন্তু বিজ্ঞান যে মানুষের হাতে নতুন একটা চাঁদ তুলে দেবে তা হয়তো কেউ ভাবেনি। এবার ওই ভাবনার চেয়েও কয়েক ধাপ এগিয়ে বিশ্বে প্রথম আকাশে কৃত্রিম চাঁদ স্থাপন করতে যাচ্ছে চীন। দেশটির একটি শহরে উেক্ষপণ করা ওই চাঁদ আকাশ থেকে চারপাশের প্রায় ৫০ কিলোমিটার এলাকা আলোকিত করবে। চীনের সংবাদমাধ্যম চায়না ডেইলির এক প্রতিবেদেনে এ তথ্য জানানো হয়েছে। ২০২০ সালে তথাকথিত আলোকসজ্জাবিষয়ক উপগ্রহ অর্থাৎ সেই চাঁদটি চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চেংগদু শহরে উেক্ষপণের কথা রয়েছে। প্রতিবেদনে বলা হচ্ছে, ওই অঞ্চলের ওপর নিক্ষেপ করা এ উপগ্রহটি সত্যিকারের চাঁদের চেয়ে আট গুণ বেশি আলো দেবে। উপগ্রহসংশ্লিষ্ট কর্মকর্তারা এ প্রকল্পের কিছু কিছু তথ্য প্রকাশ করেছেন। সেখানে বলা হচ্ছে, ফ্রান্সের একজন শিল্পীর দ্বারা অনুপ্রাণিত হয়েই এ প্রকল্প হাতে নিয়েছেন তারা। ওই শিল্পী ওপর থেকে পৃথিবীতে আয়নার একটি নেকলেস ঝুলিয়ে দেওয়ার কথা প্রথম কল্পনা করেছিলেন। চেংগদু অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি মাইক্রো-ইলেকট্রনিক্স সিস্টেম রিসার্চ ইনস্টিটিউট কোম্পানি লিমিটেডের প্রধান উ চুংফেন্ড ১০ অক্টোবর কৃত্রিম চাঁদ নামের এ প্রকল্পের বিষয়টি প্রথম জনসম্মুখে প্রকাশ করেন। এমন চাঁদের ব্যাপারে উ চুংফেন্ডকে সংশয়ের কথা জানালে তিনি বলেন, ‘আমরা অনেক বছর ধরে এর উন্নয়নে কাজ করে যাচ্ছি।  চায়না ডেইলি।

সর্বশেষ খবর