মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ট্রাম্প পরমাণু প্রতিযোগিতাকে উসকে দিচ্ছেন : গর্বাচেভ

রাশিয়ার সঙ্গে তিন দশক আগের পরমাণু অস্ত্র চুক্তি থেকে সরে যাওয়ার পরিকল্পনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক নিরস্ত্রীকরণ চেষ্টার উল্টোপথেই হাঁটছেন বলে সতর্ক করেছেন সাবেক সোভিয়েত প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ। তিনি মন্তব্য করেছেন এর মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প পরমাণু অস্ত্রের প্রতিযোগিতাকে উসকে দিচ্ছেন।  তিনি বলেন, ‘কোনো অবস্থাতেই পুরনো এ চুক্তি থেকে বেরিয়ে যাওয়া উচিত নয়...ওয়াশিংটন কি সত্যিই বুঝতে পারছে না এর পরিণতি কি দাঁড়াবে? ১৯৮৭ সালে সই করেছিলেন গর্বাচেভ ও মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান। এ চুক্তির আওতায় ভূমি থেকে নিক্ষেপযোগ্য ৫০০ থেকে সাড়ে ৫ হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র নিষিদ্ধ করা হয়েছিল।

 

সর্বশেষ খবর