শিরোনাম
শুক্রবার, ২৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ইথিওপিয়ায় প্রথম নারী প্রেসিডেন্ট

ইথিওপিয়ায় প্রথম নারী প্রেসিডেন্ট

আফ্রিকার দেশ ইথিওপিয়া গতকাল প্রথমবারের মতো একজন নারী প্রেসিডেন্টকে নির্বাচিত করেছে। পেশাদার কূটনীতিক শাহলি-ওয়ার্ক জিওদি আইন প্রণেতাদের সর্বসম্মত ভোটে নির্বাচিত হন। তিনি মুলাতু তেশমের স্থলাভিষিক্ত হলেন। ইতিপূর্বে মুলাতু পদত্যাগ করেন। শাহলি-ওয়ার্ক ষাটের দশকের শেষ দিকে ফ্রান্স, জিবোতি, সেনেগালে ইথিওপিয়ার দূত হিসেবে কাজ করেন। ইংরেজি, ফরাসি ও আমহারিক ভাষায় তার বিশেষ দক্ষতা রয়েছে। ইথিওপিয়ায় প্রধানমন্ত্রী রাজনৈতিক ক্ষমতা পরিচালনা করেন। প্রেসিডেন্টের ক্ষমতা মূলত উৎসব ও অনুষ্ঠানে যোগদানের মধ্যেই সীমাবদ্ধ।  এএফপি

সর্বশেষ খবর