শিরোনাম
শুক্রবার, ২৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা
মার্কিন ক্ষেপণাস্ত্র

ইউরোপীয় দেশগুলোকে পুতিনের হুঁশিয়ারি

কোনো ইউরোপীয় দেশ যদি মার্কিন পারমাণবিক ক্ষেপণাস্ত্র বসাতে সম্মত হয় তাহলে রাশিয়া বসে থাকবে না। সেই দেশকে লক্ষ্যস্থল বানাতে রাশিয়া বাধ্য হবে। এই হুঁশিয়ার করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোভিয়েত আমলে স্বাক্ষরিত একটি রুশ-মার্কিন ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি থেকে ওয়াশিংটন বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরুর পর   বুধবার এ হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার   প্রেসিডেন্ট।

ইতালির প্রেসিডেন্ট জুসেপ্পে কোন্তের সঙ্গে আলোচনার পর এক সংবাদ সম্মেলনে পুতিন আইএনএফ চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের ঘোষণাকে ‘বিপজ্জনক’ আখ্যা দেন। তিনি বলেন, এটি কার্যকর হলে আমরা দেখাব, আর সেটি হবে খুব দ্রুত ও কার্যকরী।’

সর্বশেষ খবর