শনিবার, ২৭ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

পশ্চিমবঙ্গে শিবিরের শেষ রোহিঙ্গা পরিবারটিও পালিয়েছে

রোহিঙ্গারা বর্তমান বিশ্বে সবচেয়ে নির্যাতিত সম্প্রদায়গুলোর একটি। বিশেষ করে মিয়ানমার তাদের এই জাতিটির অস্তিত্ব কোনোভাবেই টিকিয়ে রাখার পক্ষপাতি নয়। মিয়ানমারের নির্যাতনের শিকার হয়ে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। কিছু গেছে ভারতে। দেশটির পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারইপুর থানার হাড়দহ গ্রামে বেসরকারি উদ্যোগে গত ডিসেম্বরে গড়ে তোলা হয় একটি রোহিঙ্গা শিবির। গত বছর শিবিরে ঠাঁই দেওয়া হয় ২১ জন রোহিঙ্গাকে। পরে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩৬০ জনে। স্থানীয় যুবক হোসেন গাজি তার নিজের জমিতে গড়েন এ শিবির। পরে শিবিরে আশ্রয় পাওয়া রোহিঙ্গাদের সাহায্যে এগিয়ে আসে বিভিন্ন মানবাধিকার সংস্থা। আসামে জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) চালু হলে রাজ্যজুড়ে বিদেশি তাড়ানোর অভিযান শুরু হয়। এতে আতঙ্কিত হয়ে পড়ে হাড়দহ গ্রামের অস্থায়ী শিবিরে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা। তারা দিনে দিনে শিবির ছাড়তে শুরু করে। সর্বশেষ পরিবারটি বৃহস্পতিবার শিবির থেকে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে জম্মু ও কাশ্মীরের জম্মুতে রোহিঙ্গাদের যে শিবির গড়ে উঠেছে, সেখানে হয়তো তারা পালিয়ে গেছে।

 

সর্বশেষ খবর