শনিবার, ২৭ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা
যৌন হেনস্তার অভিযোগ

৪৮ জনকে বরখাস্ত করল গুগল

৪৮ জনকে বরখাস্ত করল গুগল

যৌন হয়রানির অভিযোগে গত দুই বছরে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের ৪৮ কর্মীকে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই এ তথ্য জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রকাশিত একটি খবরের পর গুগলের কর্মীদের কাছে একটি ইমেইল পাঠান সুন্দর পিচাই। তাতে লেখেন, নারীদের ওপর যৌন হেনস্তার বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখবে গুগল। কোম্পানির কর্মীদের এ নির্দেশিকা পাঠানো হয়েছে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, তিন শীর্ষ নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে যৌন অভিযোগ ধামাচাপা দিতে অর্থ দিয়ে মুখ বন্ধ করা হয়েছে। সুন্দর পিচাইয়ের পাঠানো ইমেইল বার্তাটি রয়টার্স পেয়েছে। তাতে বলা হয়েছে, বহিষ্কৃত ৪৮ জনের মধ্যে ১৩ জন ছিলেন সিনিয়র ম্যানেজার অথবা আরও উচ্চপদস্থ কর্মকর্তা। প্রধান নির্বাহী দাবি করেন, কাউকে এসব অভিযোগ রক্ষার সুযোগ দেওয়া হয়নি। ইমেইল বার্তাটিতে গুগলের পিপল অপারেশন শাখার ভাইস প্রেসিডেন্টও স্বাক্ষর করেছেন। তাতে বলা হয়েছে, কর্মীরা কোম্পানির নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে অনাকাঙ্ক্ষিত আচরণের বিরুদ্ধে পরিচয় গোপন রেখেই অভিযোগ জানাতে পারবেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর