শনিবার, ২৭ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে খাশোগির ছেলে

তুরস্কে সৌদি কনস্যুলেটে খুন হওয়া সাংবাদিক জামাল খাশোগির পরিবারের সৌদি ত্যাগে নিষেধাজ্ঞা ছিল। আর খাশোগি হত্যার অভিযোগ উঠেছে সৌদি যুবরাজের বিরুদ্ধে। আন্তর্জাতিক চাপে পরে তিন দিন আগে সৌদি বাদশা ও যুবরাজ দুজনই খাশোগির বড় ছেলেকে রাজপ্রাসাদে ডেকে এনে সমবেদনা জানান। কিন্তু খাশোগির পরিবারের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে দেশে ও বিদেশে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। অবশেষে সেই নিষেধাজ্ঞা তুলে নেয় সৌদি কর্তৃপক্ষ। এর পরেই খাশোগির বড় ছেলে সালাহ বুধবার পরিবারের সদস্যদের নিয়ে দেশ ছাড়েন। জানা গেছে, জামাল খাশোগির ছেলের ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওরও চাপ ছিল। বৃহস্পতিবার সৌদি-মার্কিন দ্বৈত নাগরিক সালাহ ওয়াশিংটনে পৌঁছান। তার মা ও তিন ভাইবোন আগেই সেখানে অবস্থান করছিলেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র রবার্ট পালাদিনো জানান, সালাহর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিতে পম্পেও রিয়াদকে অনুরোধ জানিয়েছিলেন।

 

 

 

সর্বশেষ খবর