শনিবার, ২৭ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

যুক্তরাজ্য অ্যাসাঞ্জকে অন্য দেশে পাঠাবে না : ইকুয়েডর

লাখ লাখ মার্কিন কূটনৈতিক নথি ফাঁস করে বিশ্বজুড়ে হৈচৈ ফেলে দেওয়া ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাজ্য অন্য কোনো দেশে বহিঃসমর্পণ করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে। এই দাবি করেছে ইকুয়েডর। চলতি বছরের আগস্টে ইকুয়েডরের জিজ্ঞাসার জবাবে লিখিত উত্তরে লন্ডন এ কথা জানায়। সুইডেনে বহিঃসমর্পণ এড়াতে ২০১২ সালে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয় নেন অ্যাসাঞ্জ। গত ছয় বছর ধরে লন্ডনে ইকুয়েডরের  দূতাবাসে আশ্রয়ে ছিলেন এই সাংবাদিক।

 

সর্বশেষ খবর