সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

আমাকে সরালেও ব্রেক্সিট সহজ হবে না : তেরেসা মে

ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে বিচ্ছেদ বা ব্রেক্সিট নিয়ে চরম বিপাকে আছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। এর মধ্যে ব্রেক্সিটের খসড়া চুক্তির প্রতিবাদ জানিয়ে দেশটির ব্রেক্সিট মন্ত্রীসহ সাত মন্ত্রী পদত্যাগ করেছেন। এ অবস্থায় তিনি বলেছেন, তাকে সরিয়ে দিলেও ব্রেক্সিট চুক্তি করা সহজ হবে না। তিনি মূলত এই বলে সমালোচকদের সতর্ক করে দিয়েছেন। রবিবার ব্রিটিশ টেলিভিশন চ্যানেল স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। এ ছাড়া আগামী সপ্তাহ যুক্তরাজ্যের ভবিষ্যতের জন্য সবচেয়ে ‘সংকটপূর্ণ’ সময় বলেও মন্তব্য করেছেন তিনি। গত বুধবার ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার বিষয়ে খসড়া পরিকল্পনা প্রকাশ করার পর থেকেই নিজ দলেরই কয়েকজন এমপি তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার আহ্বান জানিয়েছেন। আর বিরোধী দল লেবারপার্টির নেতা জেরেমি করবিন বলেছেন, তার দল ব্রেক্সিট ইস্যুতে আরও ভালো চুক্তি করতে পারবে। খসড়া চুক্তি প্রকাশের পর থেকেই সমালোচনার ঝড় বইছে। আগামী সপ্তাহে ইউরোপীয় বিশেষ সম্মেলনে এই চুক্তি স্বাক্ষর করার পরিকল্পনা করা হয়েছে। তবে তার আগে এটা যুক্তরাজ্যের হাউস অব কমন্সে পাস হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

সর্বশেষ খবর