শিরোনাম
শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

এবার প্রধান বিচারপতি ও প্রেসিডেন্ট ট্রাম্প মুখোমুখি

এবার প্রধান বিচারপতি ও প্রেসিডেন্ট ট্রাম্প মুখোমুখি

এবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একহাত নিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস। এক ফেডারেল বিচারপতিকে নিয়ে সমালোচনা করেছিলেন ট্রাম্প। তার সেই সমালোচনার উপযুক্ত জবাব দিয়েছেন প্রধান বিচারপতি। মঙ্গলবার অভিবাসন নীতিবিরোধী এক ফেডারেল বিচারপতিকে ‘ওবামা জাজ’ বলে মন্তব্য করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপর ওই মন্তব্যের এসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান বিচারপতি রবার্টস বলেন, আমরা ওবামার জাজ নই অথবা আমরা ট্রাম্প, বুশ বা ক্লিনটনেরও জাজ নই। সাক্ষাৎকারে প্রধান বিচারপতি বলেন, মার্কিন বিচারকরা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর প্রতিনিধিত্ব করেন না, তারা বিচারপ্রার্থী সবার সমান অধিকার নিশ্চিতে কাজ করেন। স্বাধীন বিচারবিভাগের জন্য যুক্তরাষ্ট্রের সব নাগরিকেরই কৃতজ্ঞ থাকা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।  সোমবার মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশে ইচ্ছুক অভিবাসন প্রত্যাশীদের আশ্রয় প্রার্থনার আবেদন ঠেকাতে ট্রাম্প প্রশাসনের নেওয়া পদক্ষেপের ওপর স্থগিতাদেশ দিয়ে মার্কিন প্রেসিডেন্টের চক্ষুশূল হন বিচারক জন টাইগার। সান ফ্রান্সিসকোর নাইন্থ সার্কিট আপিল আদালতের এ বিচারক সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে নিয়োগ পেয়েছিলেন। সেদিকে ইঙ্গিত করে মঙ্গলবার ?টুইটারে ট্রাম্প বলেন, ‘ইনি ওবামার বিচারক। আমি আপনাদের বলতে চাই, এরকমটা আর হচ্ছে না।’ মার্কিন প্রেসিডেন্টের এ বক্তব্যের প্রতিক্রিয়ায় বুধবার রবার্টস মুখ খোলেন।  তিনি বলেন, ‘আমাদের যা আছে তা হল অসাধারণ একদল নিবেদিত বিচারক, যারা তাদের সামনে দাঁড়ানো সবার সমান অধিকার নিশ্চিতে তাদের সর্বোচ্চটুকু দিচ্ছে। স্বাধীন বিচারবিভাগ এমন একটি বিষয়, যার জন্য আমাদের সবারই কৃতজ্ঞ থাকা উচিত।’ 

রবার্টসের এ প্রতিক্রিয়ার বিরুদ্ধেও পাল্টা মন্তব্য করেছেন ট্রাম্প। ‘দুঃখিত, প্রধান বিচারপতি জন রবার্টস; আপনাদের কাছে এখনো ওবামার বিচারকরা রয়েছেন। তাদের দৃষ্টিভঙ্গির সঙ্গে দেশের নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিবর্গের তীব্র পার্থক্য রয়েছে,’ টুইটারে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের সংবিধানে বিচার বিভাগকে আইন ও নির্বাহী বিভাগের সমমর্যাদা দেওয়া হয়েছে। সরকারের ভিতর ক্ষমতার ভারসাম্য তৈরি ও জবাবদিহিতা নিশ্চিতের জন্যই এ ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। নতুন প্রেসিডেন্টকে শপথ পড়ান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আবার কেন্দ্রীয় আদালতের বিচারকদের মনোনয়ন দেন প্রেসিডেন্ট, নিয়োগ অনুমোদনের একতিয়ার কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের হাতে। সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ বুশের আমলে নিয়োগ পাওয়া জন রবার্টসই প্রেসিডেন্ট ট্রাম্পকে শপথ পড়িয়েছিলেন। সাধারণত নয় সদস্যের সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতিই সভাপতির দায়িত্ব পালন করেন। প্রেসিডেন্ট বা নির্বাহী বিভাগের কোনো কর্মকর্তার কোনো মন্তব্যের বিরুদ্ধে সাধারণত প্রধান বিচারপতি কোনো প্রতিক্রিয়া দেখান না। যে কারণে বুধবার গণমাধ্যমে দেওয়া রবার্টসের বিবৃতিটিকে বিরল হিসেবেই বিবেচনা করা হচ্ছে।

সর্বশেষ খবর