শিরোনাম
শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

যুবরাজ সালমানের অপমান সহ্য করবে না সৌদি

যুবরাজ সালমানের অপমান সহ্য করবে না সৌদি

সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বিচার চাওয়া হবে সীমা লঙ্ঘন। এমন মন্তব্য করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর। তিনি যুবরাজের অপসারণের আহ্বানকে ‘রেড লাইন’ বলে বর্ণনা করেছেন। বিবিসি অনলাইনের সঙ্গে আলাপে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সৌদি আরবে আমাদের নেতৃত্ব হলো একটি শেষ সীমা (রেড লাইন)। দুটি পবিত্র মসজিদের জিম্মাদার (বাদশা সালমান) ও যুবরাজ (মোহাম্মদ বিন সালমান) হলেন শেষ সীমা (রেড লাইন)। তাঁরা প্রত্যেক সৌদি নাগরিকের প্রতিনিধিত্ব করেন। প্রত্যেক সৌদি নাগরিক তাঁদের প্রতিনিধিত্ব করেন। বাদশা বা যুবরাজের প্রতি অপমানজনক কোনো আলোচনাই সৌদি আরব সহ্য করবে না।’ মূলত খাশোগি হত্যাকাণ্ড নিয়ে বিপাকে আছে সৌদি আরব। সৌদি বাদশা ও যুবরাজের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। যুবরাজকে সরিয়ে দেওয়ার দাবি উঠেছে। সৌদি রাজপরিবারের ভিতর থেকেই যুবরাজ বিরোধিতার সম্মুখীন হচ্ছেন বলে খবর বেরিয়েছে। কিন্তু পররাষ্ট্রমন্ত্রীর মতে, পবিত্র দুই মসজিদের রক্ষক ও ক্রাউন প্রিন্স হলেন রেড লাইন। অর্থাৎ তাদেরকে অতিক্রম করা যাবে না। গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি আরবের কনস্যুলেটে সৌদি গুপ্তচররা দেশটির নির্বাসিত সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করে লাশ টুকরো টুকরো করে। সৌদি কর্তৃপক্ষ প্রথমে এই দায় অস্বীকার করে। পরে স্বীকার করতে বাধ্য হয় সৌদি গুপ্তচররাই তাকে হত্যা করেছে। এর পর এই হত্যার দায় পরে যুবরাজের ওপর। এমন কী মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ দায়ি করেছে এই হ্যাকাণ্ডের হুমুক দাতা সৌদি যুবরাজ সালমান। এ অভিযোগকে অস্বীকার করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, আমরা এ বিষয়টি একেবারে পরিষ্কার করেছি। আমাদের তদন্ত চলছে। এ অপরাধে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আমরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ২১ জনকে হেফাজতে নিয়েছি। তাদের মধ্যে কমপক্ষে পাঁচ জনের ফাঁসি চাওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, আমরা হত্যাকাণ্ডের সব তথ্যপ্রমাণ দিতে অনুরোধ করেছি তুরস্ককে। একই সঙ্গে তথ্য ফাঁস করা বন্ধ করতে বলেছি। তিনি দাবি করেন, গোয়েন্দাবিষয়ক কর্মকর্তাদের এলোপাতাড়ি অভিযানে ওই হত্যাকাণ্ড ঘটেছে।

সর্বশেষ খবর