শিরোনাম
শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ভারতে নাগরিক আইন সংশোধনে চূড়ান্ত বৈঠক মঙ্গলবার

গৌতম লাহিড়ী, নয়াদিল্লি

ভারতের সংসদ ভবনে প্রস্তাবিত নাগরিক আইন সংশোধন নিয়ে আগামী মঙ্গলবার চূড়ান্ত বৈঠক বসছে। এ বৈঠকে অন্য অনেক প্রস্তাবের মধ্যে প্রস্তাবিত নাগরিক আইন সংশোধন থেকে বাংলাদেশের হিন্দুদের বাদ দেওয়া নিয়ে আলোচনা হবে। তবে সংসদের দুই কক্ষ লোকসভা ও রাজ্যসভা সদস্যদের নিয়ে গঠিত যৌথ সংসদীয় কমিটিতে শাসক বিজেপির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তাই ওই প্রস্তাব অনুমোদিত হওয়া সম্ভব নয়। প্রস্তাবিত বিলে বলা হয়েছে, বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে আসা হিন্দুদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। বিজেপি আসন্ন সংসদের শীতকালীন অধিবেশনে এ বিল পাস করাতে বদ্ধপরিকর। কমিটির চেয়ারম্যান বিজেপির রাজেন্দ্র আগরওয়াল বলেছেন, বিলটির প্রতিটি ধারা নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত হবে। ১১ ডিসেম্বর থেকে সংসদের শীতকালীন অধিবেশন। এটাই নির্বাচনের আগে শেষ অধিবেশন। ২০ নভেম্বরের বৈঠকে পররাষ্ট্র সচিব বিজয় গোখলে, স্বরাষ্ট্র সচিব রাজীব গারবা ও আইন সচিব ডি লারায়ণ রাজুকে কমিটি তলব করে। কিন্তু বিরোধী কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস এমপিদের সঙ্গে বিজেপি এমপিদের তুমুল তর্কাতর্কিতে বৈঠক ভেস্তে যায়।

সর্বশেষ খবর