শনিবার, ২৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

পাকিস্তানে চীনা দূতাবাসে জঙ্গি হামলা, নিহত ৫


পাকিস্তানে চীনা দূতাবাসে জঙ্গি হামলা, নিহত ৫

জঙ্গি হামলার পর উদ্ধার হওয়া গ্রেনেড —এএফপি

পাকিস্তানের বন্দরনগর করাচিতে চীনের কনস্যুলেটে হামলা চালিয়েছে অজ্ঞাত বন্দুকধারীরা। এ হামলায় দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। এক নিরাপত্তাকর্মী গুরুতর আহত হয়েছেন বলেও জানা গেছে। ঘণ্টাব্যাপী চলা বন্দুকযুদ্ধে তিন হামলাকারী নিহত হয়েছে বলে দাবি করেছে দূতাবাসের নিরাপত্তায় নিয়োজিত বাহিনী। করাচি পুলিশের প্রধান আমির শেখ সাংবাদিকদের জানিয়েছেন, ‘হামলাকারীরা দূতাবাস এলাকার মধ্যে ঢুকতে পারেনি।’

এদিকে চীনা কনস্যুলেটে হামলার নিন্দা জানিয়ে ইসলামাবাদকে চীনা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বলেছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র গেং সুয়াং এক বিবৃতিতে বলেছেন, ‘চীন তাদের কূটনৈতিক মিশনের বিরুদ্ধে যে কোনো সহিংস হামলার তীব্র নিন্দা জানাচ্ছে এবং পাকিস্তানকে তাদের দেশের চীনা নাগরিক এবং প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছে।’ গেং একই সঙ্গে পাকিস্তান পুলিশকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘তিন ব্যক্তি কনস্যুলেটে ঢুকে পড়তে চেয়েছিল। পাকিস্তানের পুলিশ পরে তাদের হত্যা করে। এতে কনস্যুলেটের স্টাফরা রক্ষা পেয়েছে।’

বালুচিস্তান লিবারেশন আর্মি নামের একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন হামলার দায় স্বীকার করেছে। সংবাদ সংস্থা রয়টার্সকে টেলিফোনে দেওয়া বক্তব্যে সংগঠনটির এক মুখপাত্র বলেন, ‘চীন আমাদের সম্পদের অপব্যবহার করছে।’ করাচির কনস্যুলেটটিতে হামলার সময় ২১ জন কূটনীতিক ও কর্মী কাজ করছিলেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুরেশি জানিয়েছেন, দূতাবাসে অবস্থান করা সবাই সম্পূর্ণ সুস্থ আছেন এবং তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের আওতায় বিভিন্ন অবকাঠামো নির্মাণে সম্প্রতি পাকিস্তানে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে চীন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান হামলার ঘটনায় দ্রুত তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন। দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক বাধাগ্রস্ত করার চেষ্টা থেকেই এ হামলা করা হয়েছে বলেও মনে করেন তিনি। এক বিবৃতিতে ইমরান খান বলেছেন, এ ধরনের ঘটনা ঘটিয়ে দুই দেশের সম্পর্কে চিড় ধরানো যাবে না। তিনি আরও বলেন, পাকিস্তান-চীন সম্পর্ক ‘হিমালয়ের চেয়েও শক্তিশালী, আরব সাগরের চেয়েও গভীর।’

আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ : পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের একটি বাজারে আত্মঘাতী বোমা বিস্ফোরণে ৩০ জন নিহত ও আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। গতকাল প্রদেশটির আদিবাসী অধ্যুষিত জেলা ওরাকজাইয়ের কালায়া বাজারে সন্ত্রাসীগোষ্ঠী বোমা হামলা করলে এ হতাহতের ঘটনা ঘটে। করাচিতে চীনা কনস্যুলেটে হামলাকারীদের হামলার ঘটনার কাছাকাছি সময়েই খাইবার-পাখতুনখা প্রদেশের বাজারে এ হামলা হয়। হামলাকারী একটি মোটরসাইকেল চালিয়ে এসে উৎসব পালনকারী মানুষের ভিড়ে এবং বাজারে ঢুকে পড়ে বোমা বিস্ফোরণ ঘটনায়। মোটরসাইকেলটিতে বাঁধা ছিল রিমোট চালিত বোমা। কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

সর্বশেষ খবর