শনিবার, ২৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

কলকাতায় মুসলিম মেয়র

কলকাতায় মুসলিম মেয়র

ফিরহাদ হাকিম

গোটা ভারতে সাম্প্রদায়িকতা চরম আকার ধারণ করেছে। বিশেষ করে বিজেপি সরকারের অনেক মিত্রই হিন্দুত্ববাদের মন্ত্র ভারতে ছড়িয়ে দিতে একনিষ্ঠ। সেখানে মুসলিমবিদ্বেষী মনোভাবও চরমভাবে বৃদ্ধি পেয়েছে। গরু জবাই ও এর মাংস খাওয়া নিয়ে তো যুদ্ধই ঘোষণা করেছে সরকারের একটি অংশ। কিন্তু এর মধ্যে ভিন্ন চিত্র পশ্চিমবঙ্গ তথা কলকাতায়। প্রাচীন এই নগরীর মেয়র হিসেবে শপথ নিচ্ছেন ফিরহাদ হাকিম। যিনি একজন মুসলিম। শহরটির প্রবাবশালী মেয়র শোভন চট্টোপাধ্যায় ইস্তফা দেওয়ার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফিরহাদ হাকিমের নাম ঘোষণা করেন। ববি হাকিম নামে বেশি পরিচিত এই নেতা আগে থেকেই রাজ্যের নগরোন্নয়ন এবং পৌর দফতরের মন্ত্রী ছিলেন। শোভন চট্টোপাধ্যায় ব্যক্তিগত সম্পর্কের টানাপড়েনের ফলে কাজে অমনোযোগী হয়ে পড়েছিলেন, এ অভিযোগে মমতা ব্যানার্জি তাকে পদত্যাগ করতে বলেছিলেন। নতুন মেয়র বেছে নেওয়ার জন্য দলীয় কাউন্সিলরদের বৈঠক আগেই ডাকা হয়েছিল, যেখানে মমতা ব্যানার্জি ছাড়াও হাজির ছিলেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। সেই বৈঠকেই মিস ব্যানার্জি জানান নতুন মেয়রের নাম। ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতার আগে পাঁচজন মেয়র ছিলেন মুসলিম, যাদের মধ্যে ছিলেন শেরেবাংলা এ কে ফজলুল হক। কিন্তু তারপর থেকে কখনো কোনো মুসলিম ধর্মাবলম্বী নেতা কলকাতার মেয়র পদে বসেননি। ফিরহাদ হাকিম দক্ষিণ কলকাতার চেতলা অঞ্চলের মানুষ। কংগ্রেস রাজনীতি করতে করতেই মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ হয়ে ওঠা এবং নব্বইয়ের দশকের শেষদিকে কলকাতা করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর হিসেবে প্রথম ভোটে জেতা। যত দিন গেছে, ততই মমতা ব্যানার্জির ঘনিষ্ঠদের বৃত্তে ঢুকে পড়েছেন মুখ্যমন্ত্রীর বাড়ির কাছাকাছি পাড়ার বাসিন্দা ফিরহাদ হাকিম। করপোরেশনের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গেছেন বিধানসভায়। তার বাবা ছিলেন কলকাতা পোর্ট ট্রাস্টের আইন কর্মকর্তা। আর মা ছিলেন কলকাতার একটি স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা। ফিরহাদ হাকিমের মায়ের আদি বাড়ি ছিল ফরিদপুরে। এর মধ্যে তার ধর্মবিশ্বাসকে নিয়ে আসা ঠিক হবে না বলেছেন মমতা সরকার। বিবিসি

 

সর্বশেষ খবর