শনিবার, ২৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

খাশোগি হত্যার পর প্রথম বিদেশ সফরে সালমান

আঞ্চলিক সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি অনুসন্ধানী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ড নিয়ে সংকট শুরু হওয়ার পর সরকারিভাবে এটিই যুবরাজের প্রথম বিদেশ সফর।

গত ২ অক্টোবর ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে গিয়ে হত্যার শিকার হন স্বেচ্ছা নির্বাসিত সৌদি সাংবাদিক খাশোগি। এ ঘটনায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সংশ্লিষ্টতার অভিযোগও ওঠে। বিভিন্ন দেশ এ হত্যাকাণ্ডের জেরে সৌদির সঙ্গে অস্ত্র চুক্তি বাতিল করে দেয়।  এরমধ্যে মার্কিন গোয়েন্দা সংস্থা দাবি করে ওই হত্যাকাণ্ড যুবরাজ সালমানের ইশারায় হয়েছে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যুবরাজ সালমানের পক্ষ নিয়ে বলেছেন সিআইএ এ ধরনের কথা বলেনি। আর যুবরাজের প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে।  এতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন যুবরাজ। এরপরেই তিনি আমিরাত সফরে বের হলেন। সংযুক্ত আরব আমিরাতে পৌঁছানোর পর আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে অভ্যর্থনা জানান। আমিরাতের বার্তা সংস্থা ডব্লিউএএম জানিয়েছে, দুই নেতা ‘আঞ্চলিক ও আন্তর্জাতিক’ ঘটনাপ্রবাহ ও ‘মধ্যপ্রাচের চ্যালেঞ্জ ও হুমকি’ নিয়ে আলোচনা করেছেন। তবে এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।

 

সর্বশেষ খবর