শনিবার, ২৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

হত্যার কথা স্বীকার ইসরাইলের

লেবাননের একটি জাহাজ ধ্বংস করে ২৫ জন মানুষ হত্যার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে ইসরাইল। ইসরাইলের টিভি চ্যানেল ‘টেন’ জানিয়েছে, ১৯৮২ সালে লেবাননের উত্তরের ত্রিপোলির বন্দর থেকে বেশ কয়েকজন শরণার্থী ও বিদেশি কর্মীকে নিয়ে একটি জাহাজ সাইপ্রাসের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ইসরাইলের একটি সাবমেরিন জাহাজটিকে  লক্ষ্য করে টর্পেডো ছোড়ে হয়। ভুল নির্দেশনায় টর্পেডো ছোড়া হয় বলে দেশটি জানিয়েছে।

 

সর্বশেষ খবর