রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

খাশোগি হত্যার পরিকল্পনা ১২ দিন আগে

তুরস্কের ইস্তাম্বুলে সৌদি আরবের কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার ১২ দিন আগেই এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়। তুরস্কের কর্মকর্তারা এ দাবি করেছেন। সৌদি ঘাতকদের ফোন কল ও গতিবিধি পর্যালোচনা করে এ সিদ্ধান্তে পৌঁছায় তুরস্কের তদন্তকারী দল। তুরস্কের কর্মকর্তারা সৌদি ঘাতক দলের নেতা মাহের মুতরেবের সৌদি আরবে করা ১৯টি ফোন কল পর্যালোচনা করেন। এর মধ্যে চারটি ফোন করা হয় সৌদ আল-কাহতানিকে। কাহতানির সঙ্গে মুতরেবের কথোপকথনের সময় তৃতীয় এক ব্যক্তির কণ্ঠস্বর শোনা যায়। আল-কাহতানি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। সম্প্রতি খাশোগি হত্যায় আন্তর্জাতিক চাপে তাকে সৌদি রাজ আদালতের উপদেষ্টার পদ থেকে অপসারণ করা হয়। আল জাজিরার প্রতিনিধি সিনেম কোসেগলু তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে সংবাদমাধ্যমটিকে বলেন, ‘যখন মুতরেব ও আল-কাহতানি মোবাইলফোনে কথা বলছিলেন তখন আল-কাহতানির ফোন থেকে তৃতীয় এক ব্যক্তির কণ্ঠস্বর শুনতে পাওয়া যায়।... মুতরেবের কাছ থেকে পাওয়া তথ্য আল-কাহতানি তৃতীয় এক ব্যক্তির কাছে দিচ্ছিলেন।’ সিনেম কোসেগলু বলেন, ‘তুরস্কের কর্মকর্তাদের মত অনুসারে, তাদের দৃঢ় বিশ্বাস তৃতীয় ওই ব্যক্তিটি মোহাম্মদ বিন সালমান। তবে কারিগরি বিশ্লেষণের সীমাবদ্ধতার কারণে তা নিশ্চিত হওয়া যায়নি। আলজাজিরা।

সর্বশেষ খবর